স্থানীয় সূত্রে খবর,বৈঁচির বেড়েলা থেকে ধান বোঝাই করে পান্ডুয়ার তিন্নায় যাচ্ছিল মোটর ভ্যানটি। সেই সময় হঠাৎই গোয়াড়ার কাছে মোটর ভ্যানের এক্সেল ভেঙে যায়। গাড়িতে থাকা চালক ও ধানের মালিক আহত হয়।তাদের দু'জনকেই পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।মোটর ভ্যান চালকের আঘাত গুরুতর,তার মাথায় হাতে ও পায়ে চোট লেগেছে।