BJP worker beaten: রাস্তায় ফেলে মার ২ বিজেপি কর্মীকে! কাঠগড়ায় আবারও শাসকদল

Purba Bardhaman: পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চট্টোপাধ্যায়। তিনি বলেন, "দলগতভাবে এখন কোনও লড়াই নেই। বিজেপিকে কেন তৃণমূল মারতে যাবে তা বুঝতে পারছি না।

BJP worker beaten: রাস্তায় ফেলে মার ২ বিজেপি কর্মীকে! কাঠগড়ায় আবারও শাসকদল
আক্রান্ত বিজেপি কর্মী (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2022 | 4:30 PM

পাণ্ডুয়া: দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আটক ছয় জন। এদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার মণ্ডলাই গ্রামে। আহতরা হলেন সানি ভট্টাচার্য ও বিজেপির জেনারেল সেক্রেটারি জয়ন্ত ঘোষ। আহতদের উদ্ধার করে প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এদিকে, আহত বিজেপি কর্মীদের অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই বেশকিছু তৃণমূলের কর্মী তারা আমাদের উপরে হামলা চালায়। বাড়ি থেকে বের করে নিয়ে এসে মারধর করে। রাস্তায় ফেলে মারে আমাদের। আহতদের বুকে-পিঠে লাগে। অন্য আর একজনের ঠোঁট কেটে যায়। ঘটনার পর এলাকায় হাজির হয় পান্ডুয়া থানার বিশাল পুলিশবাহিনী।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ছয় জন তৃণমূল কর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন জেলা পরিষদের সদস্যার স্বামী শুভ নন্দী তিনি রয়েছেন । ইতিমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চট্টোপাধ্যায়।

তিনি বলেন, “দলগতভাবে এখন কোনও লড়াই নেই। বিজেপিকে কেন তৃণমূল মারতে যাবে তা বুঝতে পারছি না। দলীয় স্তরে খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও প্রশাসনের ওপরে ভরসা রয়েছে । তারা যে সিদ্ধান্ত নেবে এটা আমাদের বিশ্বাস। যদি কেউ জনমানুষের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে দল তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে।”

প্রসঙ্গত, এদিকে পূর্ব বর্ধমানে বালিখাদানের দখলকে কেন্দ্র করে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। যার জেরে উত্তপ্ত হয় গোটা এলাকা। ঘটনায় গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। আহত তৃণমূল কর্মীর নাম শেখ পান্নালাল ওরফে ফটিক। বর্ধমানের ইদিলপুর এলাকার ঘটনা।

ঘটনার সূত্রপাত শনিবার বিকালে। জানা গিয়েছে, ওইদিন বিকেলে বর্ধমানের সদরঘাট এলাকায় পিকনিক করতে গিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সাময়িকভাবে সেই অশান্তি মিটে গেলেও রবিবার সকালে শেখ পান্নালাল নামে এক ব্যক্তি বালিখাদান গেলে তাকে মারধর করা হয়। তাকে উদ্দেশ্য করে গুলি চালায় অপরপক্ষ। সেই গুলি পায়ে লাগে বলে জানিয়েছেন শেখ পান্নালাল। বর্তমানে তিনি এখন বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি ওই ব্যক্তির পরিবারকে লক্ষ করে বোমা ছোড়া হয় বলেও জানিয়েছে পান্নালালের পরিবারের। এলাকা দখলের জন্য তার ছেলের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন শেখ পান্নালালের মা মদিনা বিবি। যদিও গোষ্ঠী সংঘর্ষর ঘটনা উড়িয়ে দিয়ে তার দাবি যারা গুলি চালিয়েছে তারা বিজেপি।

আরও পড়ুন: Abhishek Banerjee in Tripura: ত্রিপুরার ফের বাতিল অভিষেকের কর্মসূচি, ‘ভয় পেয়েছে বিজেপি,’ কটাক্ষ তৃণমূলের