BJP: আচমকা ‘উধাও’ বিজেপি বিধায়ক, আজই কি ফলতে চলেছে কুণালের ভবিষ্যদ্বাণী?
BJP: কয়েকদিন আগেই বিজেপিতে ভাঙনের জল্পনা উস্কে দিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। স্পষ্ট বলেছিলেন, “বিজেপির দুই নব-নির্বাচিত সাংসদ তৃণমূলে আসতে মুখিয়ে রয়েছেন। একুশে জুলাইয়ের মঞ্চে যোগদান করতে চাইছেন।”
ময়নাগুড়ি: একুশের মঞ্চেই দলবদল? ‘উধাও’ ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায়। একুশের মঞ্চে তাঁর তৃণমূলে যোগদান নিয়েও জল্পনা ক্রমেই তীব্র হচ্ছে। সূত্রের খবর, গত দু’দিন ধরেই দেখা পাওয়া যাচ্ছে না বিধায়কের। তাতেই তাঁর দলবদলের জল্পনা আরও তীব্র হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা তীব্র হয়েছিল। কিন্তু, এবার কী হয় সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলে।
টিভি-৯ বাংলার তরফে যদিও যোগাযোগ করা হয়েছিল কৌশিক রায়ের সঙ্গে। তৃণমূলে যোগদানের কথা বললে কার্যত হেসেই ফেলেন তিনি। বলেন, “যোগদানের কোনও সম্ভাবনা নেই। আমি আমার ব্যক্তিগত কাজে কলকাতায় আছি। সে কারণেই ময়নাগুড়িতে নেই।” কিন্তু কোন ব্যক্তিগত কাজ, কেন তিনি কলকাতায়, তা নিয়ে জল্পনা তীব্র হয়েছে। এখন দেখার বেলা গড়ালে একুশের মঞ্চে আদপে কোন ছবি দেখা যায়।
এদিকে কয়েকদিন আগেই বিজেপিতে ভাঙনের জল্পনা উস্কে দিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। স্পষ্ট বলেছিলেন, “বিজেপির দুই নব-নির্বাচিত সাংসদ তৃণমূলে আসতে মুখিয়ে রয়েছেন। একুশে জুলাইয়ের মঞ্চে যোগদান করতে চাইছেন।” তাঁর এ মন্তব্য নিয়েও রাজনৈতিক মহলে বিস্তর জলঘোলা হয়েছিল। কুণাল কোন সাংসদদের কথা বলতে চাইছেন তা নিয়ে বাড়ে চাপানউতোর। এদিকে এরইমধ্যে এবার নতুন জল্পনা তৃণমূল বিধায়ককে নিয়ে।