ধূপগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে সিপিএম প্রার্থী, দীর্ঘ সাক্ষাৎ ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালী রায়ের সঙ্গে সিপিএম প্রার্থী রবিবার দীর্ঘক্ষণ বৈঠক করেন। তবে কী নিয়ে তাদের মধ্যে আলোচনা হযয়েছে তা কিন্তু পরিষ্কারভাবে বলেননি দুজনের কেউই।

ধূপগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে সিপিএম প্রার্থী, দীর্ঘ সাক্ষাৎ ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে
তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে সিপিএম প্রার্থীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2023 | 11:57 PM

ধূপগুড়ি: তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালী রায়ের সঙ্গে দেখা করলেন সিপিএম নেতা তথা উপনির্বাচনের সিপিআইএম ও কংগ্রেস জোটের প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। বিধানসভা উপনির্বাচনের ভোট প্রচারের দেখা মিলেনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালী রায়ের। সূত্রের খবর, দল তাকে প্রার্থী করেনি, তাই দলের ভিতরে চলা ঠান্ডা লড়াইয়ের কারণে এবার উপনির্বাচন প্রচারে নামেননি মিতালী রায়। এই আবহে তাঁর বাড়িতে সিপিএম প্রার্থীর সঙ্গে দীর্ঘ আলোচনা নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালী রায়ের সঙ্গে সিপিএম প্রার্থী রবিবার দীর্ঘক্ষণ বৈঠক করেন। তবে কী নিয়ে তাদের মধ্যে আলোচনা হযয়েছে তা কিন্তু পরিষ্কারভাবে বলেননি দুজনের কেউই। উল্লেখ্য ২০২১ সালে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন মিতালী রায় সেই সময় তার বিরুদ্ধে নির্দলের হয়ে মনোনয়ন তুলেছিলেন এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়। সেই কারণেই মিতালী উপনির্বাচনের প্রচারে নামেননি বলে ধারণা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এমনকি দলের সঙ্গে তিনি দূরত্ব রেখেছেন বলেও শোনা যাচ্ছে। এ দিকে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে সিপিএম নেতার বৈঠকের পর। গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি মিতালী রায় দলত্যাগ করবেন? না কি সিপিএমের দিকেই পা বাড়াচ্ছেন মিতালী রায়? এ নিয়ে একাধিক গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

প্রাক্তন তৃণমূল বিধায়ক এ বিষয়ে পরিষ্কার কিছু বলেননি। তিনি জানিয়েছেন, নির্বাচনী প্রচারে এসেছিলেন সিপিএমের প্রার্থী। তার সঙ্গে স্বাভাবিকভাবে যা কথা হয় তাই হয়েছে। এর মধ্যে অন্য কোনও বিষয় নেই। তবে দলের প্রচারে কেন তিনি নেই, সেই বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান মিতালী।

এই সাক্ষাত নিয়ে সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় বলেছেন, “ও আমার বোনের মতো। হতে পারে তৃণমূলের প্রাক্তন বিধায়ক। আমি নির্বাচনে দাঁড়িয়েছি তাই একজন প্রার্থী হিসাবেই তাঁর বাড়িতে প্রচারে গিয়েছিলাম।” তবে সিপিএমে তিনি যোগ দিচ্ছেন কিনা সে বিষয়ে প্রশ্ন করার করা হলে তিনি জানান এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেবেন না। তবে অনেক বিষয়ে আলোচনা হয়েছে বলে দাবি তাঁর।

তৃণমূলের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং বলেন, “উনি সংগঠনের কর্মসূচি থেকে দূরে নেই সব সময় আমাদের সঙ্গে যোগাযোগ আছে। দেখুন যে কেউ যে কারও বাড়িতে যেতে পারে। আমাদের প্রার্থী প্রয়াত বিজেপি বিধায়কের বাড়িতে গিয়েছিল। তেমনি সিপিএম প্রার্থী প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি গিয়েছে।”