Jalpaiguri: রাস্তা আটকে তোলা হচ্ছিল চাঁদা,আটকাতে গিয়ে মাথা ফাটল পুলিশ সুপারের

Jalpaiguri: জানা গিয়েছে, ধূপগুড়ি আংরাভাসা এলাকায় রাস্তা আটকে চাঁদা তুলছিলেন স্থানীয় ক্লাবের সদস্যরা। যে গাড়ি যাচ্ছিল সেই গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলছিল তারা। যার জেরে অতিষ্ঠ হয়ে উঠছিলেন সেখান থেকে যাতায়াত করা মানুষজন।

Jalpaiguri: রাস্তা আটকে তোলা হচ্ছিল চাঁদা,আটকাতে গিয়ে মাথা ফাটল পুলিশ সুপারের
আহত পুলিশ সুপারImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2023 | 1:03 PM

ধূপগুড়ি: চাঁদার জুলুমে অতিষ্ঠ শহরবাসী। সেই অভিযানে গিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপারের। চাঁদার জুলুম আটকে গিয়ে রীতিমতো দুষ্কৃতীদের আক্রমণে মাথা ফাটল সুপারের। ব্যাপক উত্তেজনা আংরা ভাসা এলাকায়। আহত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংডেন ভুটিয়াকে ভর্তি করা হল ধূপগুড়ি হাসপাতালে।

জানা গিয়েছে, ধূপগুড়ি আংরাভাসা এলাকায় রাস্তা আটকে চাঁদা তুলছিলেন স্থানীয় ক্লাবের সদস্যরা। যে গাড়ি যাচ্ছিল সেই গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলছিল তারা। যার জেরে অতিষ্ঠ হয়ে উঠছিলেন সেখান থেকে যাতায়াত করা মানুষজন।

এই খবর গিয়েছিল পুলিশের কাছে। চাঁদার জুলুম আটকাতে মাঠে নেমেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংডেন ভুটিয়া ও তাঁর নেতৃত্বাধীন দল। এ কথা-ও কথার মাঝে ক্লাব সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, সেই সময় ওই দুষ্কৃতীরা চড়াও হয় পুলিশ সুপারের উপর। মাথা ফাটে সুপারের। আহত অবস্থায় দ্রুত তাঁকে নিয়ে আসা হয় ধূপগুড়ি হাসপাতালে। বর্তমানে স্থিতিশীল রয়েছেন তিনি।