Suicide: ‘পরের জন্মে তোমাকেই পাই মা’, ‘অন্তরঙ্গ’ মুহূর্ত ভাইরাল হওয়ায় আত্মঘাতী ছেলে
Suicide: ‘তোমরা এর বদলা নিও’, প্রেমিকার সঙ্গে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হতেই বন্ধুদের কাঠগড়ায় তুলে আত্মঘাতী তরুণ।
জলপাইগুড়ি: প্রেমিকার সঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল (Intimate moment photo viral) করে পুলিশের খাতায় নাম উঠেছে বহু প্রেমিকার। আত্মঘাতীও হয়েছেন বহু কিশোরী থেকে তরুণী। এবার প্রেমিকার সঙ্গে কাটানো ঘনিষ্ঠ অবস্থার ভিডিয়ো ভাইরাল হওয়াতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী (Suicide) হলেন প্রেমিক। কাঠগড়ায় চার বন্ধু। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়িতে। আত্মহত্যার আগে অভিযুক্তদের নাম উল্লেখ করে ভিডিয়ো রেকর্ড করে গেলেন ওই তরুণ।
সূত্রের খবর, মৃত যুবক ও তার বান্ধবীর একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো কোনওভাবে এক বন্ধুদের কাছে চলে যায়। এরপর সেই ভিডিও ক্রমাগত বিভিন্ন হোয়াটসঅ্যাপে ভাইরাল হতে থাকে। ভিডিওটি ভাইরাল না করার জন্য বন্ধুদের কাছে আবেদনও করেছিলেন ওই যুবক। অভিযোগ, সেসবে পাত্তা দেননি বন্ধুরা। এরপরেও এই ভিডিয়ো ক্রমাগত ভাইরাল করতে থাকে অভিযুক্ত চার বন্ধু। সেই গ্লানি থেকেই সে আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের।
ঘটনা প্রসঙ্গে প্রতিবেশী বিনোদ রায় জানান, এই ঘটনা সামনে আসতেই ওই যুবক অবসাদে চলে যান। এরপর বেশ কয়েকদিন ধরে সে নিজেকে কার্যত ঘরে বন্দি করে রাখে। বুধবার বিকেলে সে নিজের ঘরে গলায় দড়ি দেয়। ওই সময় তার মা চলে আসেন। ছেলের অবস্থা দেখে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনেই পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন। তড়িথড়ি ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের বাবা অমূল্য অধিকারী বলেন, “বন্ধুদের জন্যই এমন পরিস্থিতি হল। ভিডিয়োতে পরিষ্কার করে অভিযুক্তদের নাম বলে দিয়েছে আমার ছেলে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি।”
এদিকে যুবকের ঘর থেকে মোবাইলে রেকর্ড করা একটা ভিডিয়ো হাতে আসে পরিবারের সদস্যদের। যেখানে মৃত যুবক বলেছেন, “মা-বাবা আমি তোমাদের ভালোবাসি। চারজনের জন্য আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে। সব আশা শেষ। কোনওদিন ভাবিনি এটাই আবার শেষ ভিডিয়ো হবে। এইভাবে ভিডিয়ো বানিয়ে চলে যেতে হবে। ওদের সবথেকে কাছের বন্ধু ভেবেছিলাম। আমি ওদের বারবার বলেছিলাম এই কাজ না করতে। তোমরা এর বদলা নিও। সকলে ভাল থাকবেন। আমাকে ক্ষমা করে দিও মা। তুমি আমার প্রিয় বন্ধু ছিলে। পরের জন্মেও তোমাকে মা হিসাহে চাই। কিন্তু, এই কথাটা তোমাকে বলতে পারিনি।”
এদিকে যুবকের অকস্মাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। অভিযোগ দায়ের হয়েছে পুলিশে। ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ির পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানান অভিযোগের ভিত্তিতে আপাতত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে।