হাসপাতালে নেই অক্সিজেন, চোখের সামনেই মারা যাচ্ছে রোগী, প্রতিবাদে কল্যাণীর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা

মেডিক্যাল কলেজে অনুশীলনরত এক জুনিয়র চিকিৎসকের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই হাসপাতালে অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ নেই। বারবার বলার পরেও দায় এড়িয়ে গিয়েছেন কর্তৃপক্ষ।

হাসপাতালে নেই অক্সিজেন, চোখের সামনেই মারা যাচ্ছে রোগী, প্রতিবাদে কল্যাণীর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 06, 2021 | 9:13 PM

নদিয়া: করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে রাজ্যে। টান টিকায়। নেই পর্যাপ্ত ওষুধ। আকাল প্রাণদায়ী অক্সিজেনেরও। এই পরিস্থিতিতে, হাসপাতালে চোখের সামনেই রোগীদের মারা যেতে দেখতে বাধ্য হচ্ছেন এমনই অভিযোগ তুলে অবস্থান-বিক্ষোভ শুরু করলেন কল্যাণীর জহরলাল নেহরু মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। তাঁদের অভিযোগ, দুপুরের পর থেকেই হাসপাতালে নেই অক্সিজেন (Oxygen Crisis)। ফলে সমস্যায় পড়ছেন রোগীরা। কিন্তু দায় এড়িয়ে চলে গিয়েছেন সুপার। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রতিবাদে নেমেছেন তাঁরা।

মেডিক্যাল কলেজে অনুশীলনরত এক জুনিয়র চিকিৎসকের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই হাসপাতালে অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ নেই। বারবার বলার পরেও দায় এড়িয়ে গিয়েছেন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে পরিস্থিতি চরমে ওঠে। হাসপাতালে অক্সিজেন না থাকায় চোখের সামনেই মৃত্য়ু হয় রোগীর। সেই মৃত রোগীর পরিবার হাসপাতালে এসে উপস্থিত চিকিৎসকদের হেনস্থা করে বলে অভিযোগ। এমনকী, ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। হাসপাতালের সুপারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জানানোর পরও কোনও পদক্ষেপ করেননি হাসপাতাল সুপার অভিজিৎ মুখোপাধ্যায়। অভিযোগ, হাসপাতাল সুপার সাফ জানিয়ে দেন, তিনি পদত্য়াগ করছেন এবং চেয়ার ছেড়ে পালিয়ে যান। এই পরিস্থিতিতে একমাত্র অবস্থান বিক্ষোভকেই উপায় বলে ধরে নিয়েছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। তাঁদের দাবি, হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডারের (Oxygen Cylinder) ব্যবস্থা করতে হবে।

কিন্তু, চিকিৎসকদের এ হেন বিক্ষোভের জেরে হাসপাতালে ভর্তি থাকা বাকি রোগীদের কী হবে? তাঁরা কীভাবে পরিষেবা পাবেন? এ প্রসঙ্গে, আরও এক শিক্ষানবীশ চিকিৎসক (Junior doctor) জানান, তাঁরা পালা করে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন। যাঁদের ডিউটি যে সময়ে দেওয়ার কথা সেইসময়ে ডিউটি দিচ্ছেন, বাকি সময়ে বিক্ষোভে অংশ নিচ্ছেন। এ ভাবে পালা করেই চলছে আন্দোলন। যতদিন না এই সমস্যার সমাধান হবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন মেডিক্যাল কলেজে অনুশীলনরত চিকিৎসকরা। যদিও এই বিষয়ে হাসপাতালের সুপার অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।

আরও পড়ুন: ২মাস ধরে মিলছে না বেতন, প্রতিবাদে বন্ধ সাফাই, ‘সময়ে টাকা পেয়ে যাবেন’ কর্মীদের আশ্বাস দিলেন মহুয়া