দুর্গাপুরের শহিদ ভগৎ সিং স্টেডিয়ামে ক্রিকেট ব্যাট হাতে মাঠে আইনমন্ত্রী মলয় ঘটক।
শীতের সকালে দুর্গাপুরের শহিদ ভগৎ সিং স্টেডিয়ামে ক্রিকেট ব্যাট হাতে দেখা গেল আইনমন্ত্রী মলয় ঘটককে।
শনিবার থেকে দুর্গাপুরে শুরু হয়েছে দু'দিনের ক্রিকেট প্রতিযোগিতা। দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে রাজ্যের বিভিন্ন বার অ্যাসোসিয়েশন।
প্রতিযোগিতার উদ্বোধনী প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেছিল দুর্গাপুরের আইনজীবী পশ্চিম বর্ধমান জেলা পুলিশ ও প্রশাসন।
এই প্রীতি ম্যাচে ব্যাটিং করতে নামেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক।
খেলার শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন তিনি ক্রিকেট খেলতে।দীর্ঘদিন পরে মাঠে নেমে এক ওভারে তিনটি চার মারেন তিনি।