ঠাসা কর্মসূচি! আজ মুর্শিদাবাদে বজ্রাঘাতে নিহতদের পরিবারের পাশে অভিষেক

বুধবার তাঁদের পরিবারের সঙ্গেই দেখা করতে যাচ্ছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

ঠাসা কর্মসূচি! আজ মুর্শিদাবাদে বজ্রাঘাতে নিহতদের পরিবারের পাশে অভিষেক
বজ্রাঘাতে মৃতদের পরিবারের পাশে অভিষেক
Follow Us:
| Updated on: Jun 09, 2021 | 10:20 AM

মুর্শিদাবাদ: সোমবার বাংলায় বজ্রাঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮। তারই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় বজ্রাঘাতে আরও দুজনের মৃত্যু হয়েছে। বুধবার তাঁদের পরিবারের সঙ্গেই দেখা করতে যাচ্ছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানা গিয়েছে, বুধবার মুর্শিদাবাদের পর বৃহস্পতিবার অভিষেক যাবেন হুগলি, বাঁকুড়া ও মেদিনীপুরের অসহায় পরিবারের পাশে।

সোমবার বজ্রপাতে প্রথমে একই দিনে মৃত্যু হয়েছে ২৭ জনের। তাঁদের মধ্যে হুগলিরই ১১ জন, ৯ জন মুর্শিদাবাদের, ২ জন করে মৃত্যু হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায়, নদিয়া মৃত্যু হয়েছে ১ জনের। মৃতদের পরিজনদের সঙ্গে দেখা করার কথা আগেই জানিয়েছিলেন অভিষেক। বুধবার দুপুর ১টায় প্রথমে যাবেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকে। দুপুর আড়াইটে নাগাদ যাবেন বহরমপুর ক্যাম্পে। সেখানে নিহতদের পরিজনদের সঙ্গে কথা বলবেন তিনি।

১০ জুন, বৃহস্পতিবার যাবেন হুগলির হরিপাল, খানাকুল। সেখানে পোলবা দাদপুরের নিহতদের পরিজনদের সঙ্গে দেখা করবেন। বাংলার বজ্রাঘাতে নিহতদের পরিজনদের উদ্দেশে শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র।

আরও পড়ুন: বুধে ‘লেভেল টেস্টের’ আরও এক ধাপ! প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাতে শুভেন্দু

২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকারও। আগামী কয়েকদিনও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই রাজ্যে। এই ধরনের পরিস্থিতিতে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে নবান্ন। চাষের জমিতে যেতে নিষেধ করা হয়েছে কৃষকদের। কাঁচাবাড়ি থেকে পাকাবাড়িতে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।