Prisoner Escaped: জেল থেকে পালাল খুনের মামলায় গ্রেফতার বিচারাধীন বন্দি, হইচই কান্দিতে
Murshidabad: পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়েছে শহরে। কান্দির রূপপুর, জেলখানা রোড চত্বরে খোঁজাখুজি করছে পুলিশ। এছাড়া কান্দি পুরসভার চত্বরের পিছনের দিকে এবং নতুন পাড়া এলাকাতেও অভিযুক্ত বিচারাধীন বন্দির খোঁজ চালাচ্ছে পুলিশ।
কান্দি: মুর্শিদাবাদের কান্দিতে উপসংশোধনাগার থেকে পালাল বিচারাধীন বন্দি। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। এদিন কান্দি মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছিল খুনের মামলায় অভিযুক্ত ওই বিচারাধীন বন্দিকে। শুনানি শেষে আদালত থেকে সংশোধনাগারে নিয়ে ফেরার সময়েই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। বাঁচিল টপকে ওই বন্দি পালিয়ে গিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এদিকে খুনের মামলায় অভিযুক্ত বিচারাধীন বন্দি পালিয়ে যাওয়ার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় কান্দি মহকুমা উপসংশোধনাগারে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত ওই বিচারাধীন বন্দির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তর সন্ধান পাওয়া যায়নি।
জানা যাচ্ছে, দুই ব্যক্তিকে খুনের অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। আজ আদালত থেকে সংশোধনাগারে ফেরার সময় আচমকা সকলের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় জোড়া খুনের মামলায় অভিযুক্ত ওই বিচারাধীন বন্দি। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়েছে শহরে। কান্দির রূপপুর, জেলখানা রোড চত্বরে খোঁজাখুজি করছে পুলিশ। এছাড়া কান্দি পুরসভার চত্বরের পিছনের দিকে এবং নতুন পাড়া এলাকাতেও অভিযুক্ত বিচারাধীন বন্দির খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মনেও ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে।
উল্লেখ্য, গতমাসে মালদা থেকেও এক বিচারাধীন বন্দি পালিয়ে যাওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য এক বিচারাধীন বন্দিকে নিয়ে যাওয়া হয়েছিল। হাতে হাতকড়াও পরানো ছিল। সেই অবস্থাতেই হাসপাতাল চত্বর থেকে পালিয়ে গিয়েছিল ওই ব্যক্তি। মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল মালদার ওই অভিযুক্ত ব্যক্তিকে। সেই ঘটনাকে কেন্দ্র করেও বেশ হইচই পড়ে গিয়েছিল। আর এক মাসের মধ্যেই ফের বিচারাধীন বন্দি পালাল পড়শি জেলা থেকে।