Nabadwip Murder:বিবাহ বহির্ভূত সম্পর্কে সাড়া না দেননি, মহিলাকে খুনের ৫ ঘণ্টার মধ্যেই গ্রেফতার যুবক

Nabadwip Murder: নদিয়ার নবদ্বীপের বাস স্ট্যান্ডের পলতা ঘাট রোড এলাকায় গুলি করে মহিলা খুনের ঘটনার পাঁচ ঘণ্টার মধ্যেই খুনের কিনারা করল পুলিশ।

Nabadwip Murder:বিবাহ বহির্ভূত সম্পর্কে সাড়া না দেননি, মহিলাকে খুনের ৫ ঘণ্টার মধ্যেই গ্রেফতার যুবক
নদিয়ায় গুলি করে খুন (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2022 | 7:27 PM

নদিয়া: প্রাতঃভ্রমণে একা বেরিয়েছিলেন। কিন্তু ভরা রাস্তাতে যে এমনটা ঘটতে পারে, তা একবারও আঁচ করতে পারেননি পরিবারের সদস্যরা। কানে লাগে গুলি। তৈরি হয় গভীর ক্ষত। পথেই মৃত্যু হয় মহিলার।  নদিয়ার নবদ্বীপের বাস স্ট্যান্ডের পলতা ঘাট রোড এলাকায় গুলি করে মহিলা খুনের ঘটনার পাঁচ ঘণ্টার মধ্যেই খুনের কিনারা করল পুলিশ। পাশাপাশি নবদ্বীপ থানার পুলিশের তৎপরতায় গ্রেফতার হল খুনে জড়িত মূল অভিযুক্ত। এছাড়াও উদ্ধার হল হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানু বৈরাগ্য ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি প্রত্যেকদিনই প্রাতঃভ্রমণে বের হন। বুধবার সকালে হেঁটে নবদ্বীপ বাসস্ট্যান্ডের কাছে গিয়েছিলেন তিনি। অভিযোগ, তখনই এক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আকস্মিক এই ঘটনায় স্তম্ভিত হয়ে যান স্থানীয় বাসিন্দারা। আকস্মিকতার ঘোর কাটিয়ে ওঠার আগেই দুষ্কৃতী পালিয়ে যায়। পরে জানা যায় ওই দুষ্কৃতীর আসল পরিচয়।

অভিযুক্তের নাম নব কুমার কুণ্ডু। তিনি রানু বৈরাগ্যের প্রতিবেশী। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তিনি ওই মহিলাকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ পরিবারের। তার সেই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে আক্রোশের বসে ওই দিন সকালে গুলি করে রানু বৈরাগ্যকে হত্যা করে বলে খবর। ঘটনা ঘটার কয়েক ঘণ্টার মধ্যেই খুনের কিনারা করার বিষয়টি নবদ্বীপ থানার পুলিশের বড় সাফল্য বলে মনে করছে প্রশাসনিক স্তর থেকে শুরু করে বিভিন্ন মহল।

আরও পড়ুন: Locket Chatterjee : ‘মা-মাটি-মানুষের দল থেকে ‘মা’ কথাটা বাদ দিয়ে দেওয়া উচিত’

আরও পড়ুন: BJP Group Clash: রাম নবমীর পুজো নিয়ে ঝামেলা, বিজেপির কোন্দলে উত্তপ্ত অশোক নগর