কোভিড আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক এর পথে পর্যটন কেন্দ্রগুলি। শীতের মরসুমে কামারপুকুর-জয়রামবাটিতে পর্যটক দের ভিড় বাড়ছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কামারপুকুর জয়রামবাটি পর্যটক আসছে। সারাদিন কামারপুকুর,জয়রামবাটি, বঙ্কিমচন্দ্রের "দুর্গেশনন্দিনী" উপন্যাস খ্যাত গড়মান্দারণ ঘুরে দেখছে পর্যটকরা।
হাওড়া থেকে ট্রেনে করে গোঘাট স্টেশনে নামছে পর্যটক। তারপর তারা ইঞ্জিন ভ্যানে করে পর্যটন কেন্দ্রগুলির দিকে রওনা দিচ্ছেন।
আরামবাগ- মেদিনীপুর ৭ নং রাজ্য সড়ক দিয়ে বেপরোয়া ভাবে ছুটে চলেছে পর্যটক ভর্তি ইঞ্জিন ভ্যান। নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। আর রাজ্য সড়কের ওপর পুলিশের টহলদারি থাকলেও পর্যটক ভর্তি ইঞ্জিনভ্যানগুলি বেপরোয়াভাবে চলাচল করছে।
প্রশ্ন উঠেছে যদি বড় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে পর্যটকরা তার দায় কে নেবে ? কেন রাজ্য সড়কের ওপর বেআইনি ইঞ্জিনভ্যান পর্যটকদের নিয়ে যাতায়াত করবে ?
পর্যটকদের দাবি স্টেশনে যা পায় তাতেই যাওয়ার চেষ্টা করে। যদিও রাজ্য সড়কের ওপর রেষারেষি নিয়ে মুখে কুলুপ ইঞ্জিন ভ্যান চালকদের।