Barrackpore: আমডাঙায় ভোটারের আঙুল কাটার চেষ্টা? শুনে তৃণমূল বলল…

Attack on Voter: আমডাঙায় এক ভোটারের আঙুল কেটে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তিনি ভোট দিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিলেন। সেই সময়েই এই হামলা চালানো হয় বলে অভিযোগ।

Barrackpore: আমডাঙায় ভোটারের আঙুল কাটার চেষ্টা? শুনে তৃণমূল বলল...
আমডাঙায় ভোটারের আঙুল কাটার অভিযোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2024 | 5:56 PM

ব্যারাকপুর: লোকসভা ভোটের পঞ্চম পর্বে দফায় দফায় অশান্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। এবার আমডাঙায় এক ভোটারের আঙুল কেটে দেওয়ার চেষ্টার অভিযোগ। ধারাল কিছু দিয়ে আঘাত করা হয় আঙুলে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তিনি ভোট দিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিলেন। সেই সময়েই এই হামলা চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় আক্রান্ত ওই ব্যক্তিকে জখম অবস্থায় বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা করানোর জন্য।

যদিও আমডাঙার এই অভিযোগের বিষয়টি তদন্তসাপেক্ষ বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব। এদিন বিকেলে সাংবাদিক বৈঠকে তৃণমূলের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘যা কিছু অভিযোগ, সব আমাদের দিকে? আমি জানি না এই অভিযোগের ভিত্তি কী আছে। অভিযোগ যদি করে থাকে, পুলিশ সেটা দেখবে।’

এরপরই চন্দ্রিমার আরও সংযোজন, আমডাঙা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেখানে বিজেপির একজন দোর্দণ্ডপ্রতাপ প্রার্থী এতটা দুর্বল হয়ে পড়লেন, যে তাঁদের লোকজনকে ভোট দানে বাধা দেওয়া হচ্ছে? এটা হয়? আমি জানি না। নিশ্চয়ই যখন তদন্ত হবে, তখন আসল কথা ধরা পড়বে।’

উল্লেখ্য, লোকসভা ভোটের পঞ্চম দফায় শনিবার সকাল থেকেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে গোলমালের অভিযোগ উঠে আসতে শুরু করেছিল। সোমবার ভোটগ্রহণ পর্ব চলাকালীনই ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সামনে গো ব্যাক স্লোগান উঠেছিল। উন্মত্ত জনতাকে সামলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি তুলতে হয় বাহিনীকে।