Narendra Modi: ‘আপনি ঠিক দিল্লিতে পৌঁছাবেন’, সন্দেশখালির রেখাকে নিয়ে সুপার কনফিডেন্ট মোদী
PM Narendra Modi: ভোটের আগে বসিরহাটের সামগ্রিক চিত্র কেমন, সে বিষয়ে রেখার থেকে জানতে চান নমো। বসিরহাট থেকে রেখার জয়ের ব্যাপারে নিশ্চিত প্রধানমন্ত্রী মোদী। রেখার সঙ্গে ফোনালাপের সময় বসিরহাটের আমজনতার জন্য রেখার ভাবনার কথা শোনেন তিনি। সে কথা শুনে প্রধানমন্ত্রী মোদীও বললেন, রেখার আত্মবিশ্বাস দেখে তিনি নিশ্চিত, রেখা ঠিক দিল্লিতে পৌঁছাবেন।
কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনে বসিরহাট থেকে বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী স্বয়ং রেখাকে ফোন করেন। ভোটের আগে বসিরহাটের সামগ্রিক চিত্র কেমন, সে বিষয়ে রেখার থেকে জানতে চান নমো। বসিরহাট থেকে রেখার জয়ের ব্যাপারে নিশ্চিত প্রধানমন্ত্রী মোদী। রেখার সঙ্গে ফোনালাপের সময় বসিরহাটের আমজনতার জন্য রেখার ভাবনার কথা শোনেন তিনি। সে কথা শুনে প্রধানমন্ত্রী মোদীও বললেন, রেখার আত্মবিশ্বাস দেখে তিনি নিশ্চিত, রেখা ঠিক দিল্লিতে পৌঁছাবেন। বললেন, ‘আপনি নিশ্চয়ই নির্বাচনে জিতে আসবেন।’
বসিরহাট থেকে ভোটে জিতলে সাধারণ মানুষজনের জন্য কী প্ল্যানিং রয়েছে রেখার, যে কথা শুনে প্রধানমন্ত্রী এতটা আশ্বস্ত হলেন? মোদীর সঙ্গে ফোনালাপে রেখা জানালেন, তাঁর সংসারের অবস্থার কথা। কীভাবে প্রতিনিয়ত দারিদ্রের সঙ্গে তাঁদের লড়াই করতে হয়, সেকথাও মোদীকে জানালেন তিনি। বললেন, আর্থিক অনটন দূর করতে তাঁর স্বামীকে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে হয়। আগামী দিনে রেখা চান, তিনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই পরিস্থিতির মধ্যে যাতে বসিরহাটের অন্য কোনও পরিবারকে পড়তে না হয়। যাতে কাউকে কাজের সন্ধানে এলাকা ছাড়তে না হয়, সেই ব্যবস্থা করতে চান রেখা।
বসিরহাটের বিজেপি প্রার্থীর এই পরিকল্পনার কথা শুনে ভীষণ সন্তুষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেখাকে তিনি ফোনে বললেন, ‘আপনার যে আত্মবিশ্বাস রয়েছে, আমি নিশ্চিত আপনি ঠিক দিল্লিতে পৌঁছাবেন। আপনি নিশ্চয়ই নির্বাচনে জিতে আসবেন।’ উল্লেখ্য, রেখাকে প্রার্থী ঘোষণার পরপরই সন্দেশখালির একাংশের মহিলা বিরোধিতা করেছিলেন। কিন্তু সে সব ঘটনা ভুলে প্রত্যেকের জন্য কাজ করতে চান রেখা। মোদীকে তিনি বলেন, ‘তাঁদের সঙ্গে আমার কোনও শত্রুতা নেই। তাঁরা সকলেই আমার মা-বোন। আমি সকলের জন্যই লড়ব।’ সে কথা শুনে রেখাকে প্রধানমন্ত্রী বলেন, রেখার জন্য গোটা দেশ গর্বিত বোধ করবে এবং বিজেপি তাঁকে প্রার্থী করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ, যাঁরা বিরোধিতা করেছেন, তাঁদের হয়েও লড়াই করার মতো মানুষ রাজনীতিতে কমই রয়েছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী।