Narendra Modi: সন্দেশখালির রেখাকে ফোন প্রধানমন্ত্রী মোদীর, ‘শক্তিস্বরূপা’ সম্বোধন নমোর

Bengal BJP: যে সন্দেশাখালি ঘিরে উত্তপ্ত হয়েছে বাংলা তথা গোটা দেশের রাজনীতি, সেই সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ হলেন রেখা পাত্র। প্রধানমন্ত্রীর সঙ্গে রেখার কথোপকথনের সময় প্রধানমন্ত্রী মোদী রেখার সাহসিকতার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন। রেখা জানালেন, প্রায় মিনিট পনেরো প্রধানমন্ত্রী কথা বলেছেন তাঁর সঙ্গে।

Follow Us:
| Edited By: | Updated on: Mar 26, 2024 | 8:05 PM

সন্দেশখালি: বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফোনে রেখাকে ‘শক্তি স্বরূপা’ বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য রেখার ভোট প্রচার কেমন চলছে, সেই সব বিষয়ে খোঁজখবর নেন মোদী। জানা যাচ্ছে, এলাকায় যে বিজেপির জন্য আমজনতার সমর্থন বেড়েছে, প্রধানমন্ত্রীর কাছে সে কথাও তুলে ধরেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী। উল্লেখ্য, যে সন্দেশাখালি ঘিরে উত্তপ্ত হয়েছে বাংলা তথা গোটা দেশের রাজনীতি, সেই সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ হলেন রেখা পাত্র। প্রধানমন্ত্রীর সঙ্গে রেখার কথোপকথনের সময় প্রধানমন্ত্রী মোদী রেখার সাহসিকতার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী রেখাকে বলেন, ‘আপনার যে আত্মবিশ্বাস রয়েছে, আমি নিশ্চিত আপনি ঠিক দিল্লিতে পৌঁছাবেন। আপনি নিশ্চয়ই নির্বাচনে জিতে আসবেন।’ রেখা জানালেন, প্রায় মিনিট পনেরো প্রধানমন্ত্রী কথা বলেছেন তাঁর সঙ্গে।

যখন বসিরহাটের প্রার্থী হিসেবে রেখার নাম ঘোষণা হল, তখন এলাকার সামগ্রিক চিত্র কেমন ছিল, সেই বিষয়ে সন্দেশখালির আন্দোলনের অন্যতম মুখ রেখার থেকে জানতে চান নমো। প্রধানমন্ত্রী মোদীকে রেখা বলেন, ‘শুধু সন্দেশখালিই নয়, গোটা বসিরহাট লোকসভা কেন্দ্রের মা-বোনেরা অত্যাচারিত হয়েছেন বিগত দিনগুলিতে।’ সন্দেশখালির অভিযুক্তদের যাতে কঠোর সাজা হয়, প্রধানমন্ত্রীর কাছে সেই কথাও বলেন রেখা। বসিরহাটের বিজেপি প্রার্থী বলেন, ‘২০১১ সাল থেকে আমরা ভোট দিতে পারিনি। এবার আমরা সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে ভোট দিতে পারব। সন্দেশখালির মা-বোনেরা এতে আরও খুশি হবে।’ প্রধানমন্ত্রীও তাঁকে আশ্বস্ত করেন, রেখার উদ্বেগের কথা নির্বাচন কমিশনের দরবারে পৌঁছে যাবে এবং কমিশন নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, বসিরহাটে বিজেপির প্রার্থী হিসেবে রেখা পাত্রর নাম ঘোষণার পর সন্দেশখালির একাংশের মহিলাদের বিক্ষোভ দেখা গিয়েছিল। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের সময় সে কথাও তুলে ধরেন রেখা। বিজেপি প্রার্থী বলেন, ‘কয়েকজন বিরোধিতা করেছিলেন। কিন্তু তাঁরাও এখন মেনে নিয়েছেন। তাঁরা আমাকে জানিয়েছেন, তৃণমূলের উস্কানিতেই তাঁরা এসব করেছেন। তাঁরা যা করেছেন, সে সবের জন্য তাঁরা ক্ষমাও চেয়েছেন।’

রেখা প্রধানমন্ত্রীকে বলেন, ‘যাঁরা বিরোধিতা করেছেন, তাঁদের সঙ্গে আমার কোনও শত্রুতা নেই। তাঁরা সকলেই আমার মা-বোন। আমি সকলের জন্যই লড়ব।’ বসিরহাটের বিজেপি প্রার্থীর মুখে এই কথা শুনে প্রধানমন্ত্রী বেশ খুশি। বলেই দিলেন, ‘বিজেপি আপনাকে প্রার্থী করে খুব ভাল কাজ করেছে। কারণ, যাঁরা বিরোধিতা করেছেন, তাঁদের হয়েও লড়াই করেন… এমন মানুষ রাজনীতিতে কমই আছেন। গোটা দেশ আপনার জন্য গর্বিত হবে।’