BSF: উড়ে আসে পালক, ১৭টি ‘রহস্যময়’ পায়রাই বড় চক্রের পর্দাফাঁস করল!

BSF: ভারত বাংলাদেশের সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করে রূপোর গয়না এবং ১৭ টি পায়রা-সহ গ্রেফতার এক ব্যক্তি । বাজেয়াপ্ত করা হয়েছে একটি বাইক। স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে একজন বাইক আরোহীকে দেখে সন্দেহ হওয়াতেই তল্লাশি চলে। 

BSF: উড়ে আসে পালক, ১৭টি 'রহস্যময়' পায়রাই বড় চক্রের পর্দাফাঁস করল!
সীমান্তে পায়রা ঘিরে রহস্যImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 02, 2024 | 5:50 PM

উত্তর ২৪ পরগনা: বাইকের পা দানির সঙ্গে বাঁধা একটি বিশাল বড় ব্যাগ। সেই ব্যাগ দেখেই সন্দেহ হয়েছিল কর্তাদের। ওই ব্যক্তির পথ আটকে প্রশ্ন করা হয়। একাধিক অসঙ্গতি মেলে। ততক্ষণে ব্যাগের ভিতর থেকে বেরিয়ে আসে পালক। সন্দেহ হয় কর্তাদে। ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে ২ কিলো ২৪০ গ্রামের রূপোর গয়না ও ১৭ টি পায়রা। রূপোর গয়না পাচার হয় সীমান্তে,  আখছার সে খবর সামনে আসে। কিন্তু তা বলে পায়রা কেন! বিষয়টি খতিয়ে দেখছেন বিএসএফ কর্তারা।

ভারত বাংলাদেশের সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করে রূপোর গয়না এবং ১৭ টি পায়রা-সহ গ্রেফতার এক ব্যক্তি । বাজেয়াপ্ত করা হয়েছে একটি বাইক। স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে একজন বাইক আরোহীকে দেখে সন্দেহ হওয়াতেই তল্লাশি চলে।

আটক করে জিজ্ঞাসাবাদও করা হয় বাইক চালককে।একটি বড় ব্যাগের মধ্যে থেকে ১৭ টি পায়রা এবং বাইকের সিটের নীচের থেকে ২ কিলো ২৪০ গ্রাম রূপোর গয়না উদ্ধার করে বিএসএফ । এরপর ওই ব্যক্তিকে আটক করে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেয় বিএসএফ।

এই পায়রা উদ্ধারের বিষয়টি তদন্তকারীদের কাছে খুবই ‘ইন্টারেস্টিং’। এর পিছনে অন্য কোনও চক্র সক্রিয় কিনা, কেন বাংলাদেশ থেকে পায়রা আনা হচ্ছিল, সেই সব বিষয়ে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা।