Barasat: মৃত্যুর পরও বাঁচবেন অনেকের শরীরে! মরণোত্তর অঙ্গদান বর্ধমানের এক যুবকের
Organ donation: অকাল মৃত্যুর পরে ভাইকে অনেকের মধ্যে বাঁচিয়ে রাখতে অঙ্গদানের প্রস্তাবে রাজি হয়ে গেলেন মৃতের পরিজনেরা।
বারাসত: কথায় রয়েছে অঙ্গদান দান মহাদান! মৃত্যুর পর অঙ্গদান করে তিনজনকে নতুন জীবন দিলেন বছর ৪১ যুবক নব কিস্কু।
জানা গিয়েছে, বর্ধমানের বাসিন্দা নব কিস্কুর। তাঁর একটি সন্তানও রয়েছে। গত ১৬ সেপ্টেম্বর রাস্তা পারাপারের সময় গুরুতর জখম হন তিনি। মাথায় আঘাত লাগে তাঁর। প্রায় সপ্তাহ খানেক চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ব্রেন স্টেম ডেথ হয়েছে বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এরপর কিস্কু পরিবারকে অঙ্গদানের প্রস্তাব দেন কর্তৃপক্ষ। সচরাচর এই রকম প্রস্তাবে রাজি হয় না চিকিৎসকরা। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ঘটল। অকাল মৃত্যুর পরে ভাইকে অনেকের মধ্যে বাঁচিয়ে রাখতে অঙ্গদানের প্রস্তাবে রাজি হয়ে গেলেন মৃতের পরিজনেরা।
একই সঙ্গে নব কিস্কুর অঙ্গে নতুন জীবন পেলেন নোয়াপাড়ার বাসিন্দা ৪৬ বছরের যুবক। কিডনি পেলেন পার্ক স্ট্রিটের বাসিন্দা ২৫ বছরের এক তরুণী। আরও একটি কিডনি পেলেন টালিগঞ্জের বাসিন্দা রিজেন্ট পার্কের এক গৃহবধূ।
উল্লেখ্য, এর আগেও অঙ্গদান করে নজির গড়েছিলেন অনেকে। গত ১৮ জুলাই ১০২ বছর বয়সে মরণোত্তর দেহদানের নজির গড়লেন উত্তর ২৪ পরগনার বনগাঁর গদাধর রায়।জেলার বনগাঁ শহরের ১৫ নম্বর ওয়ার্ডের কুড়ির মাঠ এলাকা। এখানেই বাস ১০২ বছরের বাসিন্দা গদাধর রায়। বয়সে সেঞ্চুরি পার করলেও মানসিকতায় বৃদ্ধ হয়নি। মরণোত্তর দেহদান করার অঙ্গীকার করলেন অশীতিপর বৃদ্ধ। মসলন্দপুর বিজ্ঞান ও চেতনার মঞ্চের কর্তাদের সামনে বসে নিজে স্বাক্ষর করে মরণোত্তর দেহদান করবার অঙ্গীকার করলেন তিনি। তাঁর মৃত্যুর পর মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা ব্যবহার করুন সেই দেহ, সেটাই ইচ্ছা তাঁর। আগামী প্রজন্মের ছেলেমেয়েরাও দেহদান করুন সেটা চান তিনি।
অন্যদিকে, মৃত্যুর পরও ‘বেঁচে’ থাকবেন সুফল বাউরি। একজন নয়, অনেকের শরীরে। নির্মাণ শ্রমিকের মরণোত্তর অঙ্গদানে রাজি হয়ে নজির গড়ল ওই শ্রমিকের পরিবার। এসএসকেএম সূত্রে খবর, সুফলের শরীরের অঙ্গ থেকেই প্রাণ পাবেন অন্তত ৫ থেকে ৬ জন। তাই চোখে জল নিয়েও এখন সুফলের পরিবার বলছে, ছেলেটা চলে গেল। কিন্তু বাঁচিয়ে দিয়ে গেল অনেককে।
অঙ্গদানের তালিকায় পিছিয়ে নেই অভিনেতা-অভিনেত্রীরাও। প্রগতিশীল সমাজ অঙ্গদানে উৎসাহ যোগাচ্ছে বলিউড তারকারা তো বটেই টলিউড তারকারা এ হেন মহৎ উদ্দেশ্যের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন। কয়েক মাস আগে প্রিয়াঙ্কা সরকার অঙ্গদানের সিদ্ধান্ত নেন। এরপর প্রিয়াঙ্কার ‘প্রাক্তন’ রাহুল মরণোত্তর অঙ্গদানের এই মহৎ উদ্দেশ্যকেই বেছে নিলেন। শনিবার সকালে ‘অর্গান ইন্ডিয়া’র পক্ষ থেকে মেলের স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করেন রাহুল। সংস্থার পক্ষ থেকে তাঁকে অঙ্গদানের জন্য রাহুলকে শুভেচচ্ছাও জানানো হয়েছে।
আরও পড়ুন: Malda: ছিল অখিলেশ, হয়ে গেল বিপ্লব! এমন ভোল বদলে মাথার চুল ছিঁড়ছে পুলিশও