Sandeshkhali: সন্দেশখালি থেকে সোজা নবান্নে রাজীব কুমার, কেন?

| Edited By: | Updated on: Feb 26, 2024 | 11:18 AM

Sandeshkhali: আজ একদম ভোর থেকে বেরিয়ে পড়েছেন ডিজি। এডিজি সাউথ বেঙ্গল সুপ্রিম সরকার রয়েছেন তাঁর সঙ্গে। তবে কি আজ বড়় কিছু সন্দেশখালিতে ঘটবে? সে উত্তর দেবে সময়।

Sandeshkhali: সন্দেশখালি থেকে সোজা নবান্নে রাজীব কুমার, কেন?
রাজীব কুমার, ডিজিপি Image Credit source: Tv9 Bangla

বুধবার দুপুর বেলা রাজ্যের ডিজিপি রাজীব কুমার এসেছেন সন্দেশখালিতে। এরপর থেকে চলছে দফায়-দফায় অভিযান। প্রথমে পৌঁছন সন্দেশখালি থানায়। তিনি ওঠেন PWD বাংলোয়। এরপর রাতে ফের বের হন। তাঁর সঙ্গে ছিলেন এসপি। ভোর রাত পর্যন্ত চলেছে পুলিশি টহল। আজ একদম ভোর থেকে বেরিয়ে পড়েছেন ডিজি। এডিজি সাউথ বেঙ্গল সুপ্রিম সরকার রয়েছেন তাঁর সঙ্গে। তবে কি আজ বড়় কিছু সন্দেশখালিতে ঘটবে? সে উত্তর দেবে সময়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 22 Feb 2024 11:18 AM (IST)

    নবান্নে কেন এলেন রাজীব কুমার?

    সন্দেশখালি থেকে কলকাতায় পৌঁছলেন রাজ্যের ডিজিপি রাজীব কুমার। নবান্নে এসেছেন তিনি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গতকাল থেকে সন্দেশখালির যা পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করেছেন তা সবটাই হয়ত জানাতে পারেন মুখ্যমন্ত্রীকে। তবে, তাঁর নবান্নে আসা নতুন কিছু নয়। রোজই সেখানে আসেন তিনি।

  • 22 Feb 2024 11:14 AM (IST)

    এসটি কমিশন ঢুকল ধামাখালিতে

    আজ এসটি কমিশনও পৌঁছল সন্দেশখালি। এসটি কমিশনের ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অনন্ত নায়েক ঢুকলেন ধামাখালি।

  • 22 Feb 2024 11:11 AM (IST)

    DIG বারাসত ভাস্কর মুখোপাধ্যায় এলেন সন্দেশখালি থানায়

    রাজীব কুমার বেরিয়ে যেতেই এসপি বসিরহাট পুলিশ ফোর্স নিয়ে বের হন। চলে টহল। এমনকী DIG বারাসত ভাস্কর মুখোপাধ্যায় যাচ্ছেন সন্দেশখালি। গতকাল চার্জ নেওয়ার পর এই প্রথম সন্দেশখালি এলেন।

  • 22 Feb 2024 08:48 AM (IST)

    কলকাতার উদ্দেশ্যে রাজীব

    সকাল ৯টা নাগাদ ধামাখালি থেকে বোটে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন রাজীব কুমার। তবে এডিজি সাউথ বেঙ্গল আবার ফিরলেন আবার সন্দেশখালি।

  • 22 Feb 2024 08:46 AM (IST)

    ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজীব কুমার

    সকাল আটটা নাগাদ PWD বাংলো থেকে বের হন। তারপর বোটে চড়েন। মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। তিনি বলেন, “আমাদের সঙ্গে যেন মানুষ সহযোগিতা করেন। নিজের হাতে আইন কেউ যেন তুলে না নেয়। আমি ফোর্সের সঙ্গে কথা বলেছি।” শাহজাহান কবে গ্রেফতার হবেন? এ প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। বলেন, “যারা যারা আইন ভেঙেছেন তাঁদের প্রত্যেককে গ্রেফতার করা হবে।”

Published On - Feb 22,2024 8:39 AM

Follow Us: