Actress: ‘আমি তোকে অন্যরকম ভাবে পেতে চাই’, টেলি-অভিনেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ পাতানো কাকার বিরুদ্ধে
Actress: অভিযুক্তে পেশায় জিম ট্রেনার। অভিনেত্রী অভিযোগ, তাঁর ওয়াটস অ্যাপে ওই যুবক বেশ কয়েকদিন ধরেই বিভিন্নে ধরনের অশ্লীল ছবি পাঠাচ্ছিলেন।
ব্যারাকপুর: ছোট পর্দার অভিনেত্রীকে (Actress) কুপ্রস্তাব! রাজি না হওয়ায় তাঁর ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুঁশিয়ারি। এক যুবকের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ করলেন ওই অভিনেত্রী। গোটা ঘটনায় আতঙ্কিত বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই ব্যারাকপুর থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি। জানা গিয়েছে, অভিযুক্ত পেশায় জিম ট্রেনার। অভিনেত্রী অভিযোগ, তাঁর হোয়াটসঅ্যাপে ওই যুবক বেশ কয়েকদিন ধরেই বিভিন্নে ধরনের অশ্লীল ছবি পাঠাচ্ছিলেন। এবং কুপ্রস্তাব দিচ্ছিলেন। অভিনেত্রীর দাবি, নম্বরটি প্রথমে ব্লক করে দেন তারপরও উত্যক্ত করতেন ওই যুবক।
অভিনেত্রীর আরও অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ফের অন্য নম্বর থেকে মেসেজ পাঠাতেন অভিযুক্ত। কুপ্রস্তাবে রাজি না হলে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছে ওই যুবক। জানা গিয়েছে, ওই ব্যক্তি অভিনেত্রীর পাতানো কাকা। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
ঘটনার বিষয়ে অভিনেত্রী বলেন, “গত কয়েকদিন ধরে আমার কাছের এক সদস্য আমায় কুপ্রস্তাব দিতে থাকে। নানারকম অশ্লীল ভাষায় কথা বলতে থাকে। যখন উনি এটা শুরু করেন তখন আমি বিশ্বাস করে পারিনি। কারণ উনি আমাকে জন্মাতে দেখেছেন উনি কীভাবে এমন কাজ করতে পারেন। আমি ওনাকে বলেছিলাম তুমি কি মজা করছ। তখন আমায় বলে যে আমি তোকে অন্যরকম ভাবে পেতে চাই। আমার সঙ্গে দেখা কর। আমি বললাম বাড়িতে জানাব তখন বলল যা ইচ্ছা কর। আমার সঙ্গে একদিন স্টেশনে দেখা কর। আমি ওনার ফোন নম্বর ব্লক করে দিই। তখন আমার ছবি অশ্লীলভাবে বানিয়ে মিম তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরালের হুমকি দেয়। এরপর আমি ব্যারাকপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করি।” অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।