Kanthi: তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, NIA তদন্তের দাবি জানাল বিজেপি

West Bengal: পূর্ব মেদিনীপুরের কাঁথির ঘটনা। ওই এলাকায় বসবাস করেন শেখ সুবল। এলাকায় তিনি তৃণমূল নেতা হিসাবে পরিচিত।

Kanthi: তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, NIA তদন্তের দাবি জানাল বিজেপি
বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2022 | 2:16 PM

কাঁথি: কাঁথিতে বসবাসকারী এক তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ। যদিও জেলা তৃণমূলের দাবি গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিজেপি এনআইএ তদন্তের দাবি জানিয়েছে।

পূর্ব মেদিনীপুরের কাঁথির ঘটনা। ওই এলাকায় বসবাস করেন শেখ সুবল। এলাকায় তিনি তৃণমূল নেতা হিসাবে পরিচিত। অভিযোগ, সেখানেই শনিবার রাত্রি ন’টা নাগাদ ওই বাড়িতে বেআইনিভাবে মজুত বোমা রাখার ফলে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার পুলিশ। তদন্ত শুরু হয়। স্থানীয় সূত্রের দাবি, এই ঘটনাতে দুই জন আহতও হয়েছেন।

এই বিষয়ে বিজেপি কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, ‘পঞ্চায়েত নির্বাচন আসার আগে এলাকা দখল করার জন্য এত বিপুল পরিমাণ বোমা মজুত করেছিল। ওই এলাকায় নাম করা তৃণমূল নেতার অনুগামীরা বাড়িতেই এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। আমরা দাবি করছি অবিলম্বে পুলিশ প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে এলাকার বোম ,বন্দুক উদ্ধার করুক। এর আগে খেজুরির ঘটনায় গ্যাস সিলিন্ডার বলেছিল, পরে এনআইএ তদন্ত হতেই উঠে এলো বোমা মজুতের তথ্য। ফলে বসন্তিয়ার এই ঘটনায় এনআইএ হলেই বোঝা যাবে সঠিক কারণ।’

যদিও স্থানীয় তৃণমূল নেতাদের দাবি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এ ছাড়া আর কিছুই নয়। জেলা তৃণমূল নেতৃত্ব তরুণ জানা বলেন, ‘দল কে কালিমালিপ্ত করার জন্যে কতিপয় ব্যক্তিরা চক্রান্ত করছে। এতে দল কোনও ভাবেই যুক্ত নয়। বিজেপি অভিযোগ করা ছাড়া আর কিছুই করছে না। বরং ভোটের সময় আমাদের কর্মীদের উপর বিজেপি মারধর করেছিল। আহতও হয়েছেন আমাদের অনেক কর্মীরা। ফলে স্বাভাবিকভাবে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত করছে বারবার। এতে কোনও লাভ হবে না। ওখানকার ভোটাররা আমাদের পক্ষেই রয়েছে।’

যদিও, বিষয়টি নিয়ে পুলিশ আধিকারিকরা বলছেন, বাজি না বোমা না গ্যাস সিলিন্ডার তা পুলিশি তদন্তের পরই সঠিকভাবে জানা যাবে। অপরদিকে, এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি তরুণ মাইতি বলেন, ‘একটা ঘটনা ঘটেছে শুনেছি। পুলিশ ও স্থানীয় নেতৃত্বের থেকে জানতে পারছি যে একটা বিস্ফোরণ ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশকে আমরা আবেদন করেছি সঠিক ভাবে তদন্ত করে কারা যুক্ত তা দেখার জন্য। বিজেপি আমাদেরকে বদনাম করার চেষ্টায় রয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে বোমা বলে চালিয়ে দিচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারীদের দিয়ে তদন্ত করবেন। এলাকায় তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো যায় যেমন খেজুরি ঘটনায় গ্রেপ্তার করে পরে চার্জ সিট দিতে পারেনি। এনআইএ এতেই প্রমাণ হচ্ছে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা হয়।’