SBSTC বাস আটকে অবরোধ প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলী সহ ডিওয়াইএফআই কর্মীও নেতৃত্বদের । জাতীয় সড়কের উপর দীর্ঘক্ষণ চলে অবরোধ ।
অবরোধকারীদের বক্তব্য দীর্ঘদিন ধরেই ম্যাচগ্রাম থেকে পাঁশকুড়া পুরাতন বাজার হয়ে সরকারি বাস চলাচল করছে না । পাশেই NH36 থাকায় ওই রুট দিয়েই বেরিয়ে যায় বাসগুলি
বাস চালকরা এড়িয়ে যাচ্ছেন এই রাস্তা , যার ফলে রাত দিন ব্যাপক হারে ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ।
সগুলির বিরুদ্ধে অভিযোগ তুলে রাস্তায় নেমেছে প্রাক্তন বিধায়ক সহ ডিওয়াইএফআই কর্মীরা ।
পুলিশ অবরোধকারীদের হাটানোর চেষ্টা করে। পরে অবশ্য লিখিত কমপ্লেন জমা নিলে ওই রুটে অবরোধ উঠে যায়।