Purbo Medinipur Ferry Service: ভাড়া বৃদ্ধির প্রতিবাদে যাত্রী বিক্ষোভ, ষষ্ঠী সকালে ব্যাহত নন্দীগ্রাম-হলদিয়া ফেরি সার্ভিস পরিষেবা
Purbo Medinipur Ferry Service: হলদি নদীর উপর এই ফেরি পরিষেবার দায়িত্বে রয়েছে হলদিয়া পুরসভা। তারা একটি সংস্থাকে সেটি ইজারা দিয়েছে।
পূর্ব মেদিনীপুর: ভাড়া বৃদ্ধির প্রতিবাদ। ষষ্ঠীর সকালে নন্দীগ্রাম-হলদিয়া ফেরি পরিষেবা বন্ধ করে আন্দোলন শুরু করল যাত্রী কমিটি। পরিষেবা বন্ধ হওয়ায় সকাল থেকেই উত্তেজনা এলাকায়। বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে ফেরি পরিষেবায়। যাত্রী পিছু ২ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে বলে অভিযোগ। বেড়েছে মোটরসাইকেল-সহ নানা যান পরিবহণের ভাড়াও। তার প্রতিবাদেই ফেরিঘাটের গেট বন্ধ করে আন্দোলন চলছে।
শনিবার সকাল ৭টা থেকে চলছে আন্দোলন। বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল চেয়ারম্যান পীযুষ ভূঙ্যাও। আর ফেরি চলাচল বন্ধ থাকায় সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা।
হলদি নদীর উপর এই ফেরি পরিষেবার দায়িত্বে রয়েছে হলদিয়া পুরসভা। তারা একটি সংস্থাকে সেটি ইজারা দিয়েছে। ফেরিঘাটের ইজারাপ্রাপ্ত সেই কর্তৃপক্ষের দাবি, পুরসভার অনুমতি নিয়েই ভাড়া বাড়ানো হয়েছে। তারপরও বিক্ষোভ কেন?
আন্দোলনকারীদের বক্তব্য, দেড় মাস আগে ভাড়া বাড়ানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। তখন পুরসভা বিষয়টি থেকে পিছু হঠে। বিক্ষোভকারীরা জানাচ্ছেন, সে সময় বলা হয়েছিল নন্দীগ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেই ভাড়া ঠিক করা হবে। কিন্তু সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ।
কথাবার্তা কিছু না বলে শনিবার সকাল থেকেই বর্ধিত ভাড়া নেওয়া শুরু হয়। ভাড়ার তালিকাও তৈরি করে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে নন্দীগ্রামের কেন্দামারি ফেরিঘাট থেকে আন্দোলন শুরু হয়। শাসকদলের একাধিক নেতারও বক্তব্য, আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এই মুহূর্তে প্রশাসনিক স্তরে দফায় দফায় আলোচনা চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছে। আপাতত বিক্ষোভ তোলার চেষ্টা চলছে।