শনি, রবি, আর সোমবার স্বাধীনতা দিবস সেই উপলক্ষ্যে ছুটি। ফলত তিনদিনের ছুটি যে ভ্রমণ পিপাসু বাঙালি একেবারেই নষ্ট করবে না তা বলার অপেক্ষা রাখে না। আর কাছে-পিঠে ঘুরে আসা মানেই বাঙালির কাছে অন্যতম জনপ্রিয় জায়গা দিঘা। ফলত, তিনদিনের ছুটিতে উপচে পড়া ভিড় হয়েছে সৈকত শহরে। শহর পেতে রীতিমত হিমসিম খেতে হচ্ছে পর্যটকদের। তারপর আবার বৃষ্টি! আনন্দ খানিকটা হলেও মাটি বৃষ্টির জেরে।