Basudeb Acharia: প্রয়াত বাঁকুড়ার ৯ বারের সাংসদ বাসুদেব আচারিয়া

Basudeb Acharia: বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন। হায়দরাবাদেই একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

Basudeb Acharia: প্রয়াত বাঁকুড়ার ৯ বারের সাংসদ বাসুদেব আচারিয়া
বাসুদেব আচারিয়া Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2023 | 7:55 PM

পুরুলিয়া: প্রয়াত বাঁকুড়ায় ন’বারের সাংসদ বাসুদেব আচারিয়া। হায়দরাবাদে  নিজের ছেলের বাসভবনে শেষ কয়েক বছর ছিলেন তিনি। বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন। হায়দরাবাদেই একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

বাঁকুড়ার সাংসদ ছিলেন বাসুদেব আচারিয়া। ১৯৮৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা ৯ বারের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তাঁর আমলে বাঁকুড়া সিপিএমের ঘাঁটি হিসাবেই গণ্য করা হত। জেতাটাকে প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন বাঁকুড়ার এই বাম সাংসদ।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিনেত্রী মুনমুন সেনের কাছে পরাজিত হন বর্ষীয়ান বামপন্থী নেতা বাসুদেব আচার্য। মুনমুন সেনের কাছে প্রায় ১ লক্ষ ভোটে পরাজিত হন তিনি। সোমবার তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বাঁকুড়া। শোকপ্রকাশ করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্থানীয় কর্মী-সমর্থক থেকে শুরু করে সিপিএমের শীর্ষ নেতারা বাসুদেব আচারিয়ার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন।