Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kurmi Protest: তৃণমূল বিধায়কের ‘খালিস্তানি’ মন্তব্যে পুরুলিয়া ঝড় তোলার হুঁশিয়ারি কুড়মি নেতাদের

Ajit Maity: রবিবার ঘাটালের একটি দলীয় অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "কিছু কুড়মি নেতা স্বঘোষিত খালিস্তানির নেতার মতো আচরণ করছেন।

Kurmi Protest: তৃণমূল বিধায়কের 'খালিস্তানি’ মন্তব্যে পুরুলিয়া ঝড় তোলার হুঁশিয়ারি কুড়মি নেতাদের
কুড়মি নেতাদের একাংশকে নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: May 08, 2023 | 12:47 PM

পুরুলিয়া: পঞ্চায়েত ভোটের আগে কুড়মি সম্প্রদায়ের আন্দোলনের নেতাদের ‘খালিস্তানিদের’ সঙ্গে তুলনা করে বিতর্ক বাড়ালেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কো-অর্ডিনেটর ও পিংলার বিধায়ক অজিত মাইতি। তাঁর এই বক্তব্যের পরই ক্ষিপ্ত কুড়মি সম্প্রদায়ের একাংশ। মঙ্গলবার থেকে পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। কুড়মি নেতারা জানিয়েছেন, জঙ্গলমহল-সহ গোটা রাজ্যেরই বিভিন্ন জায়গায় দেখানো হবে বিক্ষোভ। পোড়ানো হবে তৃণমূল নেতার কুশপুতুল।

সূত্রে খবর, আগামিকাল সকাল আটটা নাগাদ পুরুলিয়া শহরের কাঁসাই ব্রিজে এই বিক্ষোভে নিজে উপস্থিত থাকবেন আদিবাসী কুড়মি সমাজ সংগঠনের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো। তিনি স্পষ্ট জানিয়েছেন তৃণমূল নেতা অজিত মাইতি ক্ষমা চাওয়া না পর্যন্ত এই আন্দোলন চলতেই থাকবে। এদিন তিনি আরও বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কুড়মিরা শাসক দল তৃণমূলকে সমর্থন করবে না। এনিয়ে লাগাতার প্রচারও চালানো হবে আমাদের পক্ষ থেকে। তবে অন্য কোনও রাজনৈতিক দলের প্রতিও আমাদের সমর্থন থাকবে না।”

কী বলেছিলেন অজিত মাইতি?

রবিবার ঘাটালের একটি দলীয় অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “কিছু কুড়মি নেতা স্বঘোষিত খালিস্তানির নেতার মতো আচরণ করছেন। এখানে নোংরা খেলা চলছে। সরকারকে টেনে নামানোর চেষ্টা যাঁরা করছেন তাঁদের কোনওভাবেই সমর্থন নয়।” এখানেই শেষ নয়, বক্তব্যের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের বেলাগাম তিনি। বলেন, “১৪ তারিখের আন্দোলনের বহু কুড়মি মানুষ উপস্থিত থাকবেন। এই বিচ্ছিন্নতাবাদী কুড়মি এবং আদিবাসী নেতাদের দেখিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ে শপথ রাখতে সকলে এককাট্টা হয়েছেন।”

প্রসঙ্গত, এসটি (ST) তালিকাভুক্তির ক্ষেত্রে সিআরআই (CRI) রিপোর্টের উপর রাজ্যের তরফে জাস্টিফিকেশন পাঠাতে হবে কেন্দ্রের কাছে। এই দাবিকে সামনে রেখে টানা আন্দোলন জারি রয়েছে কুড়মি জনজাতির মানুষদের। সাম্প্রতিক সময়ে দিনের পর দিন অবরুদ্ধ হয়েছে রেল চলাচল। কুড়মি আন্দোলনের জেরে জাতীয় সড়কে গড়ায়নি গাড়ির চাকা। রাজ্যের তরফে বৈঠকের ডাক পেয়েও আশানুরূপ ফল মেলয় কর্মীদের দেওয়ালে কোনও রাজনৈতিক প্রচার নয় বলে সম্প্রতি ফরমানও জারি করেছিল কুড়মি সংগঠন ঘাঘরগেরা কেন্দ্রীয় কমিটি।

তবে এরপরও জঙ্গলমহলের একাধিক এলাকায় কুড়মিরা রাজনৈতিক দলের বিজ্ঞাপন মুছে দিয়েছে বলে অভিযোগ ওঠে। সেখানে ‘জয় গরাম’ লেখা রয়েছে বলে খবর। এই আবহেই অজিত মাইতির গলায় রীতিমতো হুমকির সুর।

ঘাতক ট্রাম্পই, শুল্ক 'যুদ্ধে'র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!
ঘাতক ট্রাম্পই, শুল্ক 'যুদ্ধে'র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!
'কীসে মঙ্গল হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন', চাকরিহারাদের কী আশ্বাস দিলেন
'কীসে মঙ্গল হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন', চাকরিহারাদের কী আশ্বাস দিলেন
কীভাবে এগোলে হারানো চাকরি ফেরত পাবে, জানালেন শুভেন্দু
কীভাবে এগোলে হারানো চাকরি ফেরত পাবে, জানালেন শুভেন্দু
'হাই হ্যালো ছোড়ো, জয়শ্রী রাম বোলো', শুভেন্দুর নতুন শ্লোগান
'হাই হ্যালো ছোড়ো, জয়শ্রী রাম বোলো', শুভেন্দুর নতুন শ্লোগান
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি
ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি
এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!
এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!