AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sundarbans: ‘বাঘে’র কপালে পড়ল ফোঁটা, সুন্দরবনের এই গ্রামে ভ্রাতৃদ্বিতীয়া পালন হল সম্পূর্ণ অন্যভাবে

Sundarbans: 'ভ্রাতৃসম' বাঘের উদ্দেশে গ্রামবাসীদের বার্তা, 'তোরা হাত ধর প্রতিজ্ঞা কর চির দিন তোরা বন্ধু হয়ে থাকবি, বন্ধু কথার মর্যাদাটা রাখবি'। শুধু তাই নয়, ফোঁটা দেওয়া হয় ম্যানগ্রোভ গাছেও।

Sundarbans: 'বাঘে'র কপালে পড়ল ফোঁটা, সুন্দরবনের এই গ্রামে ভ্রাতৃদ্বিতীয়া পালন হল সম্পূর্ণ অন্যভাবে
ম্যানগ্রোভে ভাইফোঁটা
| Edited By: | Updated on: Oct 27, 2022 | 8:39 PM
Share

পাথরপ্রতিমা: সুন্দরবন। এখানে জলে কুমীর, আর ডাঙায় বাঘ। বাঘে-মানুষে সংঘাত এখানে মাঝে মধ্যেই হয়ে থাকে। বাঘের আতঙ্ক এখানে নিত্যদিনের সঙ্গী। তবে বৃহস্পতিবার ভাইফোঁটার দিনে এক অন্য ছবি দেখা গেল সুন্দরবনের (Sundarbans) পাথরপ্রতিমা এলাকায়। ইন্দ্রপ্রস্থ গ্রামে নদীর পাড়ে বাঘের প্ল্যাকার্ডের কাটআউটে ফোঁটা দিয়ে ভ্রাতৃদ্বিতীয়া পালন করলেন গ্রামের মহিলারা। সঙ্গে আরও বিভিন্ন প্ল্যাকার্ড। তাতে বিভিন্ন বার্তা লেখা। ‘ভ্রাতৃসম’ বাঘের উদ্দেশে গ্রামবাসীদের বার্তা, ‘তোরা হাত ধর প্রতিজ্ঞা কর চির দিন তোরা বন্ধু হয়ে থাকবি, বন্ধু কথার মর্যাদাটা রাখবি’। শুধু তাই নয়, ফোঁটা দেওয়া হয় ম্যানগ্রোভ গাছেও। এর পাশাপাশি বৃহস্পতিবার বিকেলে দিগম্বরপুর গ্রামেও নদীর পাড়ে একদল স্কুল পড়ুয়া সুন্দরবনের বিভিন্ন জীবজন্তুর মুখোশ পরে গাছকে ফোঁটা দেয়।

সুন্দরবন এলাকায় মানুষকে সচেতন করার জন্য দীর্ঘদিন ধরেই কাজ করছে রাজ্যের বন দফতর। বিভিন্ন কর্মসূচি শুরু করা হয়েছে। সেই সব কর্মসূচির সঙ্গে ইতিপূর্বেই বিভিন্ন স্কুলগুলিকে যুক্ত করা হয়েছে। স্কুলের পড়ুয়াদের সঙ্গে নিয়ে বিভিন্ন কাজ চালাচ্ছে। সেই মতো সুন্দরবনের ম্যানগ্রোভকে রক্ষার কাজে স্কুলগুলিকে সঙ্গে নিয়ে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বনদফতর। ভাইফোঁটা উপলক্ষে আরও একবার ম্যানগ্রোভ রক্ষার বার্তা দিতে এগিয়ে এল একদল আদিবাসী স্কুল পড়ুয়ারা এবং সেই সঙ্গে সামিল হলেন স্থানীয় গ্রামবাসীরাও। এইভাবে ভাইফোঁটা পালন করতে পেরে খুশি গ্রামবাসী থেকে পড়ুয়ারাও।

দক্ষিণ ২৪ পরগনা জেলার ডিএফও মিলন মণ্ডল জানান, “আজ ভাইফোঁটা। এই দিনটি পাথরপ্রতিমার ইন্দ্রপ্রস্থ ও দিগম্বরপুর গ্রামে একটি অন্যভাবে পালন করল স্কুল পড়ুয়ারা। গত দুই বছর ধরে আমরা ভীষণভাবে ম্যানগ্রোভের চারা লাগানোর প্রক্রিয়া শুরু করেছি। যে সব জায়গায় গাছ লাগানো হচ্ছে, তার পার্শ্ববর্তী এলাকার স্কুলগুলির পড়ুয়াদের ম্যানগ্রোভ আন্দোলনের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছি। তার ফলস্বরূপ আজ তারা এগিয়ে এসে দিনটি পালন করেছে, ম্যানগ্রোভ গাছকে তারা ফোঁটা দিয়েছে। আমরা শুধুমাত্র তাদের সহযোগিতা করেছি।”