Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diamond Harbour: নদী বাঁধে নতুন করে ধস, হাওয়া অফিসের পূর্বাভাসে প্রহর গুনছেন দ্বীপাঞ্চলের বাসিন্দারা

Diamond Harbour: গত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টিতে বেহাল বাঁধের মাটি নরম হয়ে আচমকা ধস নামার পাশাপাশি ফাটল দেখা দিয়েছে বলে মনে করছেন এলাকার মানুষজন। বেলা বাড়ার পর জোয়ারের জল ঢুকতে শুরু করেছে লোকালয়ের জমিতে।

Diamond Harbour: নদী বাঁধে নতুন করে ধস, হাওয়া অফিসের পূর্বাভাসে প্রহর গুনছেন দ্বীপাঞ্চলের বাসিন্দারা
নদী বাঁধে ভাঙনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2024 | 12:29 PM

দক্ষিণ ২৪ পরগনা: পুজোর মুখে আবারও নদী বাঁধে বড়সড় ধস, আতঙ্কে প্রহর গুনছেন গঙ্গাসাগরবাসী। ঘটনাস্থলে রয়েছেন সাগরের বিডিও, তড়িঘড়ি মেরামতের কাজ শুরু।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রবিবার সকালে  হঠাৎ করে গঙ্গাসাগরের কশতলা এলাকার কাছে হুগলী নদীর বাঁধে প্রায় ১০০ মিটারের বেশি অংশ ধস নামে। এছাড়াও ফাটল দেখা দিয়েছে বাঁধের আরও কিছু অংশে। যার জেরে নতুন করে প্লাবনের আশঙ্কায় আতঙ্ক গ্রাস করেছে এলাকার মানুষজনের। দীর্ঘদিন ধরে মাটির এই নদী বাঁধটি বেহাল হয়ে পড়েছিল। বেশ কয়েকবার মেরামত করা হলেও নতুন করে তৈরির কোন পরিকল্পনা নেওয়া হয়নি।

গত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টিতে বেহাল বাঁধের মাটি নরম হয়ে আচমকা ধস নামার পাশাপাশি ফাটল দেখা দিয়েছে বলে মনে করছেন এলাকার মানুষজন। বেলা বাড়ার পর জোয়ারের জল ঢুকতে শুরু করেছে লোকালয়ের জমিতে। নোনা জলে ধানের জমি, পানের বরজ সবকিছুই নদীর জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। ঘটনার খবর পেয়ে সিভিল ডিফেন্সের কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন সাগরের বিডিও কানাইয়া কুমার রায়।

বিডিওর নির্দেশে তড়িঘড়ি মাটি কেটে আপদকালীন পরিস্থিতিতে নদী বাঁধ মেরামতের কাজ শুরু করে দিয়েছে সেচ দফতরের কর্মীরা। কশতলা এলাকায় প্রায় এক হাজারেরও বেশি পরিবার বসবাস করে। পুজোর মুখে এইভাবে নোনা জল ঢুকে ধান চাষের জমি থেকে পানের বরজ নষ্ট হয়ে গেলে চরম ক্ষতির মুখে পড়বে ওই এলাকার মানুষজন।