Saokat-Nawsad: নওশাদকে ‘জঙ্গিদের নায়ক’ বলে আক্রমণ শওকতের, পাল্টা দিলেন ভাঙড়ের বিধায়কও
ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা বিধায়ক সওকত মোল্লা। নওশাদকে ‘জঙ্গিদের নায়ক’ বলে আক্রমণ শানিয়েছেন তিনি। এমনকি পঞ্চায়েত ভোটের গণনার দিন কাঁঠালিয়া হাইস্কুলে হিংসার জন্য নওশাদকেই দায়ী করেছেন সওকত।
ভাঙড়: তৃণমূল কংগ্রেসের দলীয় পার্টি অফিস উদ্বোধনে এসে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা বিধায়ক শওকত মোল্লা। নওশাদকে ‘জঙ্গিদের নায়ক’ বলে আক্রমণ শানিয়েছেন তিনি। এমনকি পঞ্চায়েত ভোটের গণনার দিন কাঁঠালিয়া হাইস্কুলে হিংসার জন্য নওশাদকেই দায়ী করেছেন শওকত। তবে শওকতের আক্রমণের পাল্টা দিয়েছেন ভাঙড়ের বিধায়ক। এই মন্তব্য নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
রবিবার ভাঙড় থানার সামনে তৃণমূলের পার্টি অফিসের উদ্বোধন করেন শওকত মোল্লা। তার পর সভা থেকে নওশাদকে আক্রমণ করে তিনি বলেছেন, “যুব সমাজের হাতে গুলি, বোমা, বন্দুক তুলে দিচ্ছে যাঁরা, তাঁদের ভোট দেওয়া জঙ্গিদের ভোট দেওয়ার সমান। নওশাদ আমার নামে কেস করেছিল। আমি নাকি জঙ্গি বসেছিলাম। আজ ক্যামেরার সামনে বলছি, নওশাদ শুধু জঙ্গি নয়। জঙ্গিদের নায়ক। কারণ নওশাদের নেতৃত্বে আমাদের দেশের যাঁরা জওয়ান তাঁদের উপর হামলা চলেছে ভোটের গণনার দিন।” তিনি বলেন, “১১ তারিখ কাঁঠালিয়া হাইস্কুলে কাউন্টিং সেন্টারে নওশাদ সিদ্দিকীর মদতেই হামলা চালানো হয়েছিল। জঙ্গির নেতা জঙ্গির মদত দাতা নওশাদের মতো অপদার্থরাই। তাই তাঁকে জঙ্গির নায়কই বলব।”
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের ভোট গণনার দিন পুলিশ ও আইএসএফ কর্মীদের মধ্যে খণ্ড যুদ্ধের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছিল। সেই রাতে ভাঙড়ের কাঁঠালিয়ায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই ঘটনার প্রসঙ্গে শওকাত মোল্লা বলেছেন, “সেদিন পুলিশের গুলিতে নয়, আইএসএফ অন্ধকারে গোলাগুলি করার সময় নিজেদের গুলিতে নিজেরাই মরেছে।”
শওকত মোল্লার এমন অভিযোগের প্রেক্ষিতে নওশাদ সিদ্দিকী বলেছেন, “অবাঞ্ছিত মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নজরে থাকতে চান। যে আমাকে সার্টিফিকেট দিচ্ছে, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেছিলেন, ‘তুই বোমা বানাস’। ‘হিউম্যান রাইটস’ বলেছেন নটোরিয়াস ক্রিমিনাল। এমন মন্তব্যের জন্য কোর্টের দৃষ্টি আকর্ষণ করব।”