Suicide: কুকুরকে নির্যাতনের প্রতিবাদ করায় ছেলেকে প্রাণনাশের হুমকি, ভয়ে আত্মঘাতী মা
Maheshtala: স্বপ্নাদেবীকেও হুমকি দেয় ধর্ষণের।
মহেশতলা: মদ্যপ যুবকদের হুমকি ছেলেকে। মেনে নিতে পারেননি মা। ভয়ে, আতঙ্কে আত্মঘাতী হলেন তিনি।
কী ঘটেছিল? কালীপুজোর রাত। এলাকারই কিছু রাস্তার কুকুরের গায়ে চকলেট বাজি ছোড়ে কয়েকজন মদ্যপ যুবক। তাতে গুরুতর আহত হয় ওই কুকুরটি। তারই প্রতিবাদ করে জয়ন্ত অধিকারী নামে এক যুবক। সেই সময় জয়ন্ত তার পাড়ার একটি কালীপুজোর জন্য ঠাকুর আনতে যাচ্ছিল।
জয়ন্তর পরিবারের দাবি, ঘটনার প্রতিবাদ করায় মদ্যপ ওই যুবকেরা জয়ন্তকে মারধর করতে শুরু করে। তখন ক্লাবের অন্যান্য ছেলেরা রুখে দাঁড়ায়। ওই মুহুর্তে ঘটনা মিটেও যায়। কিন্তু পরে ফের শুরু হয় ঝামেলা।
জয়ন্তর পরিবারের দাবি সেই রাতেই ওই যুবকেরা আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে তাদের বাড়িতে চড়াও হয়। মদ্যপরা জয়ন্তকে মেরে ফেলার পাশাপাশি তার মাকেও ধর্ষণ করার হুমকি দেয়। তৎক্ষণাৎ পরিবারের পক্ষ থেকে মহেশতলা থানায় খবর দিলে ওই যুবকদের পুলিশ আটক করে নিয়ে যায়। কিন্তু এই ঘটনার পর থেকেই জয়ন্তর মা স্বপ্না অধিকারী (৩৮) আতঙ্কিত হওয়ার পাশাপাশি ক্রমশই হতাশায় ভুগতে শুরু করেন তার ছেলের নিরাপত্তা নিয়ে।
কিন্তু আজ ঘরে কেউ না থাকার সুযোগ নেন স্বপ্নাদেবী। নিজেরই ঘরের সিলিং ফ্যানের সঙ্গ শাড়ির আঁচল ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের দাবি উনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে এই পদক্ষেপ নিতে বাধ্য হন। মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
এই ঘটনায় পরিবারের এক সদস্য জানান, “আমার ননদের ছেলে কুশল কুকুর ভীষণ ভালোবাসে। কালীপুজোর দিন রাতে ও ঠাকুর আনতে যায়। তখন কয়েকটি ছেলে মদ খেয়ে রাস্তার কুকুরের গায়ে বাজি ছুড়তে থাকে। সেই ঘটনার প্রতিবাদ করায় কুশলকে ধরে মারধর করে ওরা। পরে বন্দুক নিয়ে বাড়ি চলে আসে তারা। ঘরের গেট বন্ধ থাকায় কিছু করতে পারেনি ওরা। কিন্তু ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। সঙ্গে দিদিকে ধর্ষণেরও হুমকি দিয়ে যায় ওরা। এই ঘটনার পর থেকেই মানসিক অবসাদে ভুগতে থাকেন তিনি। বারবার আমাদের বলে যে দেখতো দরজার কাছে কেউ দাঁড়িয়ে আছে কিনা। আজকে ঘর খালি ছিল তারপরই বিপত্তি ঘটায়। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে দিদি।” ঘটনায় গ্রেফতার হয়েছেন কয়েকজন।