Afghanistan: তালিবানের হাত দিয়ে নয়, আফগান শিক্ষকদের সরাসরি আর্থিক সাহায্য ইউনিসেফের
UNICEF in Afghanistan: যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে শিক্ষকদের হাতে সরাসরি আর্থিক সাহায্য় দেওয়াটাই নারীশিক্ষায় গতি আনার সবথেকে ভাল উপায় বলে মনে করছে ইউনিসেফ। শীঘ্রই আফগানিস্তানের সরকারি স্কুলগুলির শিক্ষকদের নাম নথিভুক্ত করার কাজ শুরু করবে ইউনিসেফ।
কাবুল: আফগানিস্তানের শিক্ষকদের এবার সরাসরি আর্থিক সহায়তা করবে ইউনিসেফ। শিক্ষাব্যবস্থার জন্য এই আর্থিক সহায়তা তালিবান সরকারের হাত দিয়ে পাঠাতে চাইছে না ইউনিসেফ।
ইউনিসেফের আফগানিস্তান শাখার শিক্ষা বিষয়ক বিভাগের প্রধান জেনেট ভোগেলার বলেছেন, যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে শিক্ষকদের হাতে সরাসরি আর্থিক সাহায্য় দেওয়াটাই নারীশিক্ষায় গতি আনার সবথেকে ভাল উপায়। শীঘ্রই আফগানিস্তানের সরকারি স্কুলগুলির শিক্ষকদের নাম নথিভুক্ত করার কাজ শুরু করবে ইউনিসেফ। একইসঙ্গে আফগানিস্তানের শিশুরা যাতে পিছিয়ে না পড়ে, তাও দেখার জন্য অনুদানকারীদের কাছে অনুরোধ করা হয়েছে।
বিশ্ব ব্যাঙ্ক এবং ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ড (IMF) সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা আফগানিস্তানকে ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে সেই সময় থেকেই আফগানিস্তান অর্থনৈতিক দুর্দশায় ডুবে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রও সেন্ট্রাল ব্যাঙ্কের ৯ বিলিয়ন ডলারেরও বেশি রিজার্ভ বন্ধ করে দিয়েছে। ১৫ অগস্ট তালিবান দুই দশক পর ফের আফগানিস্তানের দখল নেওয়ার পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আমেরিকাতে (America) ৯/১১ র ঘটনা হওয়ার পর আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে (Osama bin Laden) খুঁজতে আফগানিস্তানে ঘাঁটি গেড়ে বসে আমেরিকা। ২০০১ সালে, এই সময়ই আগের তালিবান শাসনের অবসান হয়। সেই সময় স্কুল গুলিতে ছাত্রের সংখ্যা ছিল মাত্র ১০ লক্ষ। কিন্তু শেষ ২০ বছরে সংখ্যাটা দশ গুণ বেড়ে ১ কোটিতে পৌঁছেছিল। এই ১ কোটি ছাত্রদের মধ্যেই ৪০ লক্ষই ছিল মহিলা। এমনকী শেষ ২০ বছরে আফগানিস্তানের স্কুলের সংখ্যাও প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়ে ৬ হাজার থেকে ১৮ হাজার হয়েছে।
১৯৯৬ থেকে ২০০১ অবধি আগের তালিবান শাসনের সময় মেয়েদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এমনকী মহিলাদের চাকরি করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছিল তালিবান। চলতি বছরের অগস্ট মাসের ১৫ তারিখে কাবুল সিংহাসন দখলের পরেই নাটকীয়ভাবে দীর্ঘ ২০ বছর পর আফগান মাটি থেকে মার্কিন সেনা ও ন্যাটো বাহিনী (NATO forces) প্রত্যাহার করা হয়।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তানের মসনদের তালিবান থাকলেও বর্তমান পরিস্থিতি একটু আলাদা। বিশ্বের বেশিরভাগ শক্তিধর রাষ্ট্রই নব গঠিত তালিবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি। আগের তালিবান শাসনে মহিলাদের অধিকার খর্ব করা যে ইতিহাস তৈরি হয়েছিল, বর্তমানের সেই ইতিহাসের পুনরাবৃত্তি রুখতে আন্তর্জাতিক মহল ক্রমশ তালিবানের ওপর চাপ বাড়াচ্ছে। এখন মেয়েদের শিক্ষা লাভ নিয়ে আগামী দিনে কোন সিদ্ধান্তে পথে হাঁটবে তালিবান সেদিকেই নজর থাকবে সকলের।
আরও পড়ুন: Srinagar-Sharjah flights: আকাশপথে বাধ সাধছে পাকিস্তান! ধাক্কা খেল কাশ্মীর থেকে নয়া উড়ান পরিষেবা
আরও পড়ুন: Taliban In Afghanistan: বিদেশি মুদ্রা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল তালিবান