কাবুলে দখল নেওয়ার ১০ দিনের মাথায় বিরাট ধাক্কা খেল তালিবান। বুধবারই বড় ঘোষণার মাধ্যমে আফগানিস্তানকে করা সবরকম অর্থসাহায্য বন্ধ করার কথা ঘোষণা করেছে বিশ্ব ব্যাঙ্ক। আফগানিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী শক্তি দখল নেওয়ার কারণেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে।
দিনদুয়েক আগেই আইএমএফ-র পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা স্থগিত করার কথা ঘোষণা করা হয়। এ বার বিশ্ব ব্যাঙ্কও একই সিদ্ধান্ত নেওয়ায় ২ দিনের ব্যবধানে জোড়া ধাক্কা খেল আফগানিস্তান।
ফাইল ছবি
মহিলাদের অবস্থা তো আরও সঙ্গীন। আফগানিস্তানে আপাতত মেয়েদের কাজ করা নিষিদ্ধ। পড়াশোনা? সেটা সপ্তম শ্রেণির পর আর নয়। ছেলেদের জন্যও রয়েছে একাধিক ফতোয়ার ফিরিস্তি। কাবুলের এক মহিলা বাসিন্দা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানাচ্ছেন, ভারতের সঙ্গে তাঁদের অবিচ্ছন্ন যোগাযোগ। যার অন্যতম মাধ্যম ছিল গান। কিন্তু এখন সেই যোগাযোগ বিচ্ছিন্ন হতে বসেছে।
এখানেই শেষ নয়। তালিবান ক্ষমতা দখলের পর আমেরিকাও জানিয়ে দিয়েছে, আফগানিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্কে আমেরিকার যে অর্থ বা সম্পত্তি রয়েছে, তাতে তালিবানকে হাত লাগাতে দেওয়া হবে না। সূত্রের খবর, আফগানিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্কের সম্পত্তির পরিমাণ এই মুহূর্তে প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলারের মতো। যার মধ্যে সিংহভাগই আমেরিকার।