Love: প্রেমের টানে সুদূর মালয়েশিয়া থেকে হবিগঞ্জে তরুণী, রকিবের সঙ্গে বাঁধা পড়লেন বিয়ের বন্ধনে

বাংলাদেশি খাবারও বেশ পছন্দ হয়েছে মালয়েশিয়ার তরুণী ফাতিমের। চিকেন ও দই খুব ভালো লেগেছে বলে জানিয়েছেন তিনি।

Love: প্রেমের টানে সুদূর মালয়েশিয়া থেকে হবিগঞ্জে তরুণী, রকিবের সঙ্গে বাঁধা পড়লেন বিয়ের বন্ধনে
বাংলাদেশের যুবকের সঙ্গে গাঁটছড়া মালয়েশিয়ার তরুণীর।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2023 | 11:29 PM

হবিগঞ্জ: ভালবাসার কাছে ধর্ম, বর্ণ, ভাষা, ভৌগোলিক দূরত্ব বাধা হতে পারে না। তাই তো আবদুর রকিব খানকে ভালবেসে সুদূর মালয়েশিয়া (Malaysia) থেকে বাংলাদেশের (Bangladesh) হবিগঞ্জে ছুটে এসেছেন ফাতিম। মালয়েশিয়ার কুয়ালালামপুরের তরুণী ফাতিম কেবল ভালবাসার টানে হবিগঞ্জে ছুটে আসেননি, রকিব খানের সঙ্গে গাঁটছড়াও বেঁধেছেন। দুই পরিবারের সম্মতিতেই তাঁদের চার হাত এক হয়েছে।

রাকিব ও ফাতিমের পরিচয় হয়েছিল মালয়েশিয়ায় পড়াশোনা সূত্রে। চার বছর আগে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় গিয়েছিলেন হবিগঞ্জের আবদুর রকিব খান। সেখানেই কুয়ালালামপুরের তরুণী ফাতিমের সঙ্গে রকিবের পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম গড়ে ওঠে দুজনের মধ্যে। সম্প্রতি রকিব দেশে ফিরে আসেন। এরপর আর রকিবকে ছেড়ে থাকতে পারেননি ফাতিম। তিনিই বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন এবং রকিবকে বিয়ের প্রস্তাব দেন। রকিবও সেই প্রস্তাব সাদরে গ্রহণ করেন। তাঁর পরিবারও ভালবাসায় বাধা হয়ে দাঁড়ায়নি। ফাতিমের পরিবারও রাকিবের সঙ্গে কথা বলার পর বিয়েতে সম্মতি দেন। এরপরই দু-চোখে নতুন সংসার গড়ার স্বপ্ন নিয়ে ইদের তিন দিন আগে বাংলাদেশে আসেন ফাতিম। এরপর দুই পরিবারের অভিভাবকের সম্মতিতেই তাঁদের চারহাত এক হয়।

পরিবার, পরিজন, স্বদেশ ছেড়ে ভিন দেশে এসে ভুল করেননি ফাতিম। রকিবের ভালবাসার পাশাপাশি তাঁর মা-বাবা সহ পরিবারের সকলের আন্তরিকতায় মুগ্ধ মালয়েশির এই তরুণী। তাঁর কথায়, “এ দেশের মানুষ মিশুক প্রকৃতির। সকলের ভালোবাসা পেয়ে মুগ্ধ।” বাংলাদেশি খাবারও বেশ পছন্দ হয়েছে ফাতিমের। চিকেন ও দই খুব ভালো লেগেছে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, এভাবে ভালবাসার মানুষকে কাছে পেয়ে অভিভূত আবদুর রকিব খান। তাঁর পরিবার ফাতিমকে সাদরে গ্রহণ করেছে জানিয়ে রকিব জানান, পড়াশোনা শেষ করতে কিছুদিন পর তিনি আবার মালয়েশিয়ায় যাবেন। ফাতিম হবিগঞ্জে তাঁর পরিবারের সঙ্গে থাকবেন। তবে পড়াশোনা শেষ করে বাংলাদেশেই সংসার গড়ে তুলবেন রকিব-ফাতিম।