India-China Clash: ‘স্থিতিশীল সম্পর্কের জন্য…’, ভারত-চিন সীমান্ত বিবাদের মাঝেই বড় মন্তব্য চিনা বিদেশমন্ত্রীর

Border Crisis: ভারতের সঙ্গে টানাপোড়েন নিয়ে মুখ খুললেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi)। রবিবার চিনের বিদেশমন্ত্রী বলেন, " স্থিতিশীল সম্পর্ক স্থাপনের জন্য ভারতের সঙ্গে মিলিতভাবে কাজ করতে আমরা প্রস্তুত।"

India-China Clash: 'স্থিতিশীল সম্পর্কের জন্য...', ভারত-চিন সীমান্ত বিবাদের মাঝেই বড় মন্তব্য চিনা বিদেশমন্ত্রীর
চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2022 | 1:03 PM

বেজিং: একদিকে করোনা সংক্রমণ (COVID-19), অন্য দিকে সীমান্ত নিয়ে বিবাদ। দুই মিলিয়েই চিন (China) নিয়ে বাড়ছে চিন্তা। সম্প্রতিই চিনের লাল ফৌজ অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টর (Tawang Clash) দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে। ৩০০ সেনাকে পিটিয়ে ফেরত পাঠায় ভারতীয় সেনা (Indian Army)। এরপর থেকেই সীমান্তে উত্তেজনা বেড়েছে। ভারত-চিন সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা, আকাশপথেও বাড়ানো হয়েছে নজরদারি। এই পরিস্থিতিতেই ভারতের সঙ্গে টানাপোড়েন নিয়ে মুখ খুললেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi)। রবিবার চিনের বিদেশমন্ত্রী বলেন, ” স্থিতিশীল সম্পর্ক স্থাপনের জন্য ভারতের সঙ্গে মিলিতভাবে কাজ করতে আমরা প্রস্তুত।”

একটি সাংবাদিক বৈঠকে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে, চিনের বিদেশমন্ত্রী বলেন, “চিন ও ভারত কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনার মাধ্যমে সম্পর্ক বজায় রেখেছে। দুই দেশই সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত-চিনের সম্পর্ককে বজায় রাখার জন্য আমরা ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত।”

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারত ও চিনের মধ্যে সংঘর্ষ হয়। রাতের অন্ধকারে তাওয়াং দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে চিনা সৈন্য। এই সংঘর্ষের পরই সীমান্তে উত্তেজনা বাড়ে। তাওয়াংয়ে সংঘর্ষের পরই ভারতের বিদেশ মন্ত্রকেক তরফে বিবৃতি পেশ করে চিনের এই হামলার নিন্দা করা হয়। গত ২০ ডিসেম্বর ভারত-চিন সীমান্তের কাছে চুসুল-মল্ডো অ়ঞ্চলে ১৭ তম কর্পস কম্য়ান্ডার স্তরের বৈঠক হয়। এই বৈঠকে দুই দেশই সীমান্তে শান্তি ও স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে সম্মতি জানায়। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, দুই দেশ আগামিদিনেও সেনাস্তরীয় ও কূটনৈতিক স্তরে আলোচনা বজায় রাখবে। সীমান্ত নিয়ে যে বিরোধ রয়েছে, তাও স্বীকার করে নিয়ে দুই দেশ সেই সমস্যা দ্রুত মিটিয়ে নেওয়ার প্রস্তাবে সায় দেয়।