Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: বাউন্স ব্যাক করল ভারতের বাজার, চড়চড়িয়ে ৯৮১ পয়েন্ট বাড়ল নিফটি নেক্সট ৫০ সূচক!

Share Market: আজ ৩৬৬ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক সূচক। আজ বেড়েছে নিফটি আইটি, ফিন-নিফটির মতো সূচক। এস অ্যান্ড পি বিএসই স্মলক্যাপ সূচক বেড়েছে ৪১৭ পয়েন্ট। ৯৮১ পয়েন্ট বাড়ল নিফটি নেক্সট ৫০ সূচকও।

Share Market News: বাউন্স ব্যাক করল ভারতের বাজার, চড়চড়িয়ে ৯৮১ পয়েন্ট বাড়ল নিফটি নেক্সট ৫০ সূচক!
Image Credit source: DALL·E/ChatGPT
Follow Us:
| Updated on: Mar 27, 2025 | 5:08 PM

পরপর দু’দিন পড়ার পর আজ ২৭ মার্চ কিছুটা উঠল ভারতের বাজার। আজ ১০৫ পয়েন্ট বেড়েছে ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। ৩১৭ পয়েন্ট বেড়েছে আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স।

আজ ৩৬৬ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক সূচক। আজ বেড়েছে নিফটি আইটি, ফিন-নিফটির মতো সূচক। এস অ্যান্ড পি বিএসই স্মলক্যাপ সূচক বেড়েছে ৪১৭ পয়েন্ট। ৯৮১ পয়েন্ট বাড়ল নিফটি নেক্সট ৫০ সূচকও।

আজ ২২৭ পয়েন্ট পড়েছে জাপানি সূচক নিক্কেই। যদিও ৯৫ পয়েন্ট বেড়েছে চিনা সূচক হ্যাংস্যাং।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করেছে এমবিএল ইনফ্রাস্ট্রাকচার, অরিয়নপ্রো সলিউশনস ও জিন্দাল ওয়ার্ল্ডওয়াইডের শেয়ারের দাম। এ ছাড়াও আজ বেড়েছে ভারত আর্থ মুভার্স লিমিটেড বা বিইএমএল ও বিএফ ইউটিলিটিস।

আজ পড়ল যারা:

আজ পড়েছে কাপ্রি গ্লোবাল ক্যাপিটাল, এনডিএল ভেঞ্চার্স, সঙ্গিনীতা কেমক্যালস, শ্রী তিরুপতি বালাজি অ্যাগ্রো ও কেশোরাম ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ শেয়ার প্রতি ৯ টাকা ডিভিডেন্ড দিয়েছে নাপেরোল ইনভেস্টমেন্টস।
  • শেয়ার প্রতি ৪ টাকা ডিভিডেন্ড দিয়েছে বোম্বে বর্মা ট্রেডিং কর্পোরেশন
  • শেয়ার প্রতি ১ টাকা ডিভিডেন্ড দিয়েছে অথাম ইনভেস্টমেন্ট
  • শেয়ার প্রতি ৪ টাকা ৭৫ পয়সা ডিভিডেন্ড দিয়েছে সন্দরম ক্লেটন।
  • আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে শ্রী সিমেন্টস, চম্বল ফার্টিলাইজার্স ও আভাস ফাইন্যান্সার্স।
  • অন্যদিকে আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে ফেলেছে হ্যাপিয়েস্ট মাইন্ডস, ইক্যুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, মেট্রো ব্র্যান্ডস, সুন্দরম ফাস্টেনার্স, ভিআইপি ইন্ডাস্ট্রিজের মতো সংস্থা।

*২৭ মার্চ বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।