Amit Shah on POK: ‘পাকিস্তান পরমাণু বোমা ফেলবে বলে কি আমরা পিওকে-র দাবি ছেড়ে দেব?’
Amit Shah on POK: ভোটের বাজারে তরজা পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার এবং ফারুক আবদুল্লা সাবধান করেছেন পাকিস্তানের পরমাণু বোমা নিয়ে। এদিন অমিত শাহ বললেন, আমরা ভয় পাই না। আর কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী?
লখনউ: পাকিস্তানের পরমাণু বোমা আছে বলেই কি ভারত, পাক অধিকৃত কাশ্মীরের দাবি ছেড়ে দেবে? উত্তর প্রদেশের প্রতাপগড়ে এক নির্বাচনী জনসভা থেকে প্রশ্ন ছুঁড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে, কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে বলে সতর্ক করেছিলেন। ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাও পিওকে পুনরুদ্ধারের প্রসঙ্গে পাকিস্তানের পরমাণু বোমা নিয়ে সতর্ক করেছিলেন। এদিন একসঙ্গে দুই নেতাকেই একহাত নেন অমিত শাহ। কৌশাম্বী লোকসভা আসনের বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় শাহ বলেন, “মণিশঙ্কর আইয়ার এবং ফারুক আবদুল্লাহ বলেছেন, পাকিস্তানকে সম্মান করতে হবে। কারণ তাদের কাছে পরমাণু বোমা আছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরত চাইবেন না। রাহুল বাবা, আপনি পরমাণু বোমাকে ভয় পেতে চাইলে ভয় পান। কিন্তু, আমরা ভয় পাই না। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতেরই।”
এর আগে, গত শুক্রবারও পাকিস্তানের বিষয়ে মণিশঙ্কর আইয়ারের মন্তব্যের নিন্দা করে বলেছিলেন, “পাকিস্তান থেকে পিওকে ফিরিয়ে নেওয়ার পরিবর্তে, কংগ্রেস পরমাণু বোমার কথা বলে ভারতের জনগণকে ভয় দেখাচ্ছে। আমি জানি না কংগ্রেসের কী হয়েছে। বিজেপির অবস্থান স্পষ্ট। পিওকে-র প্রতি ইঞ্চি জমি ভারতের এবং ভারতেই থাকবে।” ওইদিন সকালেই কংগ্রেসের মিডিয়া এবং প্রচার বিভাগের চেয়ারম্যান, পবন খেরা, সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছিলেন, মণিশঙ্কর আইয়ারের ওই মন্তব্যের সঙ্গে কংগ্রেস দল সম্পূর্ণরূপে একমত নয়। তিনি আরও বলেছিলেন, ভিডিয়োটি কয়েক মাস পুরোনো। ভোটের প্রচারে বিজেপির আর কিছু বলার নেই বলেই, তারা, এই পুরোনো ভিডিয়োটি এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। তবে, তাতে বিশেষ লাভ হয়নি। নির্বাচনের বাজারে কংগ্রেস নেতার এই মন্তব্য বিজেপির প্রচারের হাতিয়ার হয়ে উঠেছে।
কী বলেছিলেন মণিশঙ্কর আইয়ার? সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটি কয়েক মাস আগের। এক সাক্ষাৎকারে মণিশঙ্কর আইয়ার জানিয়েছিলেন, পাকিস্তানকে যথাযোগ্য সম্মান করা উচিত ভারতের। পাকিস্তান একটা সার্বভৌম দেশ। পাকিস্তানের হাতে পারমাণবিক বোমাও রয়েছে। তাই তাদের সঙ্গে ভারতের সংঘর্ষে জড়ানো উচিত নয়। তিনি আরও বলেন, যদি কোনও ‘পাগল ব্যক্তি’ পাকিস্তানের ক্ষমতায় আসে, সে পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে। সেটা ভারতের জন্য ভাল হবে না। তার প্রভাব আমাদের উপরও পড়বে।
শুধু মণিশঙ্কর আইয়ার নন, পাকিস্তানের পারমাণবিক শক্তি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ফারুক আবদুল্লাহও। মোদী সরকারের একাধিক মন্ত্রী, বারংবার পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে ফিরিয়ে আনার প্রসঙ্গে তোলেন। সেই বিষয়ে আবদুল্লাহ বলেছিলেন, ভারত পিওকে ফিরিয়ে আনতে গেলে পাকিস্তানও চুপচাপ বসে দেখবে না। পাকিস্তান ভারতে পরমাণু বোমা ফেলতে পারে বলেও সতর্ক করেছিলেন তিনি।