সুশান্তের মৃত্যুবার্ষিকীর আগে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে ইনস্টাগ্রামে ফিরলেন অঙ্কিতা
অঙ্কিতা নিজের তিনটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। মুম্বইয়ের মেরিন ড্রাইভে তোলা সে ছবি দেখে বোঝা যাচ্ছে, বর্ষা উপভোগ করছেন নায়িকা। কিন্তু ছবির ক্যাপশনে বেশ কিছু ইঙ্গিতবাহী কথা লিখেছেন তিনি
আগামিকাল অর্থাৎ ১৪ জুন, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকী। ভার্চুয়াল ওয়ার্ল্ডে কয়েকদিন আগে থেকেই প্রয়াত অভিনেতাকে নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। চলতি মাসের শুরুতেই ইনস্টাগ্রাম থেকে সাময়িক বিদায় নিয়েছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। সুশান্তের সঙ্গে এক সময় প্রেমের সম্পর্ক ছিল তাঁর। অনেকেই ভেবেছিলেন, সুশান্তের মৃত্যু নিয়ে আলোচনা এড়াতেই এ সিদ্ধান্ত তাঁর। কিন্তু সকলকে অবাক করে দিয়ে সুশান্তের মৃত্যুবার্ষিকীর ঠিক আগেই ফের ইনস্টাগ্রামে ফিরলেন অঙ্কিতা।
অঙ্কিতা নিজের তিনটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। মুম্বইয়ের মেরিন ড্রাইভে তোলা সে ছবি দেখে বোঝা যাচ্ছে, বর্ষা উপভোগ করছেন নায়িকা। কিন্তু ছবির ক্যাপশনে বেশ কিছু ইঙ্গিতবাহী কথা লিখেছেন তিনি।
View this post on Instagram
প্রথম ছবিতে অঙ্কিতা লিখেছেন, ‘দূরত্বটা কোনও ব্যাপার নয়। কারণ দিনের শেষে আমরা সকলে একই আকাশের নীচে রয়েছি।’ দ্বিতীয় ছবিতে হ্যাশট্যাগ দিয়ে ‘পবিত্র রিস্তা ২’ ব্যবহার করেছেন। এই ধারাবাহিকেই সুশান্ত-অঙ্কিতা জুটি জনপ্রিয় হয়। তিনি লিখেছেন, ‘পবিত্র রিস্তা ২ সত্যিই কি আসছে?’
View this post on Instagram
তৃতীয় ছবিতে অঙ্কিতার পাশে রয়েছেন এক পুরুষ। তিনি ভিকি জৈন। শোনা যায়, আপাতত ভিকির সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে অঙ্কিতার। সেই ছবির ক্যাপশন, ‘পারফেক্ট টুগেদার’। এই ছবিতে রিঅ্যাক্ট করেছেন সুশান্তের অনুরাগীরা। বেশিরভাগ সোশ্যাল ইউজার লিখেছেন, সুশান্তের সঙ্গেই আপনাকে পারফেক্ট লাগত। সুশান্তকে যে তাঁরা মিস করেন, সে কথা লিখেছেন। এমনকি খানিকটা ট্রোলও করা হয়েছে অঙ্কিতা। অনেকে লিখেছেন, আগামিকাল ১৪জুন সেটা হয়তো অঙ্কিতার মনেই নেই। সে জন্যই এ সব ছবি শেয়ার করছেন। যদিও এ সব নিয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অঙ্কিতা।
View this post on Instagram
গত বছর ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। প্রায় এক বছর পরেও এখনও মৃত্যু মামলার কিনারা হয়নি। চলছে তদন্ত। সোশ্যাল মিডিয়া থেকে অঙ্কিতা সাময়িক বিরতি নেওয়ায় দর্শকের একাংশ মনে করেছিলেন, আগামী ১৪ জুন সুশান্তের মৃত্যুবার্ষিকী। সুশান্তের মৃত্যুর পর থেকেই শিরোনামে অঙ্কিতা। তাঁদের সম্পর্ক নিয়ে প্রচুর কাটাছেঁড়া হয়েছে। অঙ্কিতাকে ট্রোল করা হয়েছে নানা ভাবে। ফের সেই পরিস্থিতি হতে পারে, তা আন্দাজ করেই হয়তো সাময়িক ভাবে নিজেকে সরিয়ে নিলেন তিনি। আবার কারও মনে হচ্ছে, সুশান্তের নামে নিজের অনেক জনপ্রিয়তা তৈরি করেছেন, প্রচার পেয়েছেন অঙ্কিতা। তা নিয়ে সমালোচনা হবে ভেবেই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছিলেন। অঙ্কিতার ফের এই প্রত্যাবর্তন নিয়ে জল্পনা শুরু হয়েছে নানা মহলে।
আরও পড়ুন, SSR Case: কী কী ঘটল এক বছরে, কোথায় দাঁড়িয়ে মামলা, সুশান্তের মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা ঘটনাপ্রবাহ
‘পবিত্র রিস্তা’। সুশান্ত এবং অঙ্কিতার জুটি এই ধারাবাহিক থেকেই জনপ্রিয় হয়। সে সময় ব্যক্তিগত জীবনেও প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। সেই ধারাবাহিকের ১২ বছর অতিক্রান্ত। তারই সেলিব্রেশনে সম্প্রতি স্মৃতিচারণা করতে গিয়ে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী। তিনি বলেন, “সুশান্ত আমাদের মধ্যে নেই। কিন্তু ওকে ছাড়া পবিত্র রিস্তা সম্পূর্ণ নয়। আমি নিশ্চিত, ও যেখানে আছে, সেখান থেকে দেখছে। আমি আশা করব, ও আনন্দে আছে।”
আরও পড়ুন, আমি মা হয়ে গেলাম! জন্মদিনে এটাই ভাবছি: স্নেহা চট্টোপাধ্যায়