Vijay On Boycott Issue: আমিরের ছবি ‘বয়কট’-এর ফলে কত মানুষের ক্ষতি হচ্ছে, কেন বললেন বিজয় দেবেরাকোন্ডা?
Vijay On Boycott Issue: 'ডিয়ার কমরেড' তারকা মানুষদেরকে আরও বড় ভাবে বিষয়টা দেখার জন্য অনুরোধ করেছিলেন, কারণ তাঁরা একা আমির খানকে নয় বরং বৃহৎ অর্থনীতিকে প্রভাবিত করছেন.....
বিজয় দেবেরাকোন্ডা(Vijay Deverakonda) এখন আর দক্ষিণের তারকা নন, তাঁর দ্বিভাষিক (হিন্দি, তামিল) ছবি ‘লাইগার’ মু্ক্তির আগেই সারা দেশে তাঁর ভক্তকুলের সংখ্যা দিনের দিন বাড়ছে। বিশেষ করে এই ছবির প্রচারে তাঁর আচরণ বা সাক্ষাৎকারে তাঁর বক্তব্য তাঁকে অনুরাগীদের মনে আলাদা জায়গা করছে। সম্প্রতি তিনি তাঁর আসন্ন সর্বভারতীয় এই সিনেমার প্রচারে আমির খান অভিনীত ছবি ‘লাল সিং চাড্ডা’ নিয়ে নেটিজ়েনরা যে ‘বয়কট’ স্লোগান তুলেছে সেই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। সাক্ষাৎকারের সময় দক্ষিণের সুপারস্টার যে মন্তব্য করেছিলেন, তা হল, একটি ছবির সেটে অভিনেতা এবং পরিচালক ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছেন, যেমন, অভিনেতাদের সহযোগী সদস্য সহ একটি ছবিতে ২০০-৩০০ জন অভিনেতা কাজ করেছেন। বিজয় উল্লেখ করেছেন যে একটি সিনেমা অনেক লোকের কর্মসংস্থান দেয় এবং অনেকের জন্য জীবিকা নির্বাহের উৎস হয়।
এখানেই থামেননি বিজয়, তিনি বিশদে আরও যোগ করেছেন যে আমির খান যখন একটি ‘লাল সিং চাড্ডা’ তৈরি করেন, তখন এটি শুধু তাঁর নাম নয় যে ছবিতে অভিনয় করছেন, সেখানে ২০০০-৩০০০ পরিবারকে খাদ্য সরবরাহ করা হচ্ছে। “আপনি যখন একটি সিনেমা ‘বয়কট’ করার সিদ্ধান্ত নেন, তখন আপনি শুধুমাত্র আমির খানকেই প্রভাবিত করছেন তাই নয়, আপনি হাজার হাজার পরিবারকে প্রভাবিত করছেন যাঁরা কাজ এবং জীবিকা হারাচ্ছেন”, বিজয় বলেছেন।
‘ডিয়ার কমরেড’ তারকা মানুষদেরকে আরও বড় ভাবে বিষয়টা দেখার জন্য অনুরোধ করেছিলেন, কারণ তাঁরা একা আমির খানকে নয় বরং বৃহৎ অর্থনীতিকে প্রভাবিত করছেন, এটা যেন মনে রাখেন। ‘লাল সিং চাড্ডা’-এর বিরুদ্ধে ‘বয়কট’-এর প্রবণতা শুরু হয়েছিল যখন নেটিজ়েনদের একটি অংশ আমিরের ২০১৫ সালের একটি সাক্ষাৎকারটি সামনে নিয়ে আসেন, যেখানে তিনি জানিয়েছিলেন যে তাঁর তৎকালীন স্ত্রী কিরণ রাও ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার কারণে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছিলেন।
১১ অগস্ট সিনেমা হলে মুক্তি পাওয়া আমিরে ছবি এখন পর্যন্ত বক্স অফিসে খুব ব্যবসা করতে পারেনি। ছবিটি প্রথম সপ্তাহের শেষে সর্বসাকুল্যে ৫০ কোটি টাকার কিছু বেশি কালেকশন করেছে। যা নিয়ে ইতিমধ্যেই বলিউডের সিনেমা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। অন্যদিকে ২৫ অগস্ট মুক্তি পাবে বিজয়ের ছবি ‘লাইগার’। যা নিয়ে এখনই শুরু হয়েছে উন্মাদনা।