Bollywood Gossip: রণবীর-আলিয়ার খুব কাছের তাঁদের শক্র, অজানা তথ্য ফাঁস করে নাম সামনে আনলেন করণ জোহার

Karon Johar: বার বার চেষ্টা করার সত্ত্বেও কেন তাঁদের নাম বাদ থেকে যাচ্ছে! কেন তাঁদের নেওয়া হচ্ছে না, তার কারণ যে তাঁদের কাছেরই বন্ধু, তা বুঝতেও পারেনি এই দুই সেলেবস্টার।

Bollywood Gossip: রণবীর-আলিয়ার খুব কাছের তাঁদের শক্র, অজানা তথ্য ফাঁস করে নাম সামনে আনলেন করণ জোহার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 22, 2022 | 1:55 PM

বি-টাউনের অন্দরমহলের কাহিনি, আর তার খোঁজ করণ জোহারের কাছে থাকবে না তা কি হয়! নিশ্চয় নয়। আর ঠিক সেই কারণেই করণ জোহার মুখ খোলা মানেই বি-টাউনের অন্দরমহলের একের পর এক খবরের ফান্ডা প্রকাশ্যে আসা। এবারও ঠিক তেমনটাি ঘটল। অনেকেই থাকে সেলেবদের চারপাশে, যাঁরা সঠিক অর্থে বন্ধু না শক্র তা খোলা চোখে বোঝা দায়। হয়তো ভালভাবে মেশা থেকে শুরু করে বিপদে পাশে দাঁড়ানো, সবটাই করে থাকেন তাঁরা, কিন্তু কখন কার পেছনে গিয়ে কোন সমস্যাটা তৈরি করে দিয়ে থাকেন তাঁরা, তা এক কথায় বলতে গেলে বেজায় বোঝা কঠিন। আর ঠিক একইভাবেই  এবার আলিয়া আর রণবীরও চিনতে পারলেন না তাঁদের শক্রকে।

কী শক্রতা করলেন বি-টাউনের বিখ্যাত সেই পরিচালক! করণ জোহারের কাছে একটি গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রপের সদস্য হতে চেয়েছিলেন রণবীর ও আলিয়া। কিন্তু সমস্যা ছিল একটাই, সেই গ্রুপে ছিল না কোনও অভিনেতা-অভিনেত্রী। সেখানে সিনেমা নিয়ে নানা আলোচনা হয়ে থাকে। সকলের মধ্যে একটা কমন বিষয় হল, প্রত্যেকের নামের শুরুর অক্ষয় হল এ। সেখানেই কেউ ছবির ট্রেলার শেয়ার করে থাকেন, ততক্ষণাত তা নিয়ে শুরু হয়ে যায় আলোচনা। কিন্তু কোথাও গিয়ে যেন বারে বারে যুক্ত হতে চেয়েছিলেন রণবীর ও আলিয়া। কিন্তু তা হতে দেওয়া হয়নি।

করণ জোহারের অনুমতি থাকলেও আপত্তি তুলেছিলেন ব্রহ্মাস্ত্র পরিচালক আয়ান মুখোপাধ্যায়। আর সেই গোপন নামটাই জানতেন না এই সেলেব জুটি। বার বার চেষ্টা করার সত্ত্বেও কেন তাঁদের নাম বাদ থেকে যাচ্ছে! কেন তাঁদের নেওয়া হচ্ছে না, তার কারণ যে তাঁদের কাছেরই বন্ধু, তা বুঝতেও পারেনি এই দুই সেলেবস্টার। আর সেই নামই এবার মজার ছলে সামনে এলে পর্দা ফাঁস করলেন করণ জোহার।

আরও পড়ুন- Nora fatehi Controversy: প্রতারণার শিকার নোরা, ২০ লক্ষ টাকা জালিয়াতি, খোয়া গেছিল পাসপোর্ট

আরও পড়ুন- Bollywood Gossip: ঘাড়ে জুড়ে রণবীর কাপুর, ট্যাটু যন্ত্রণায় জর্জরিত দীপিকা চুকিয়ে ছিলেন ভালবাসার মাসুল

আরও পড়ুন- Samantha Prabhu: সন্তান নিলে ফিগার নষ্ট হবে, দু’-দু’বার বাচ্চা নষ্ট করেছিলেন সামান্থা! কী জানালেন প্রযোজক