Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dev-Rukmini: মাছ ধরা হোক বা সৈকতের রোম্যান্স, মলদ্বীপ সফর মাঝেই কিসমিস-এ ডুব দেবের

Kishmish: সোশ্যাল পেজে অনবরত ছবির প্রমোশন, কিসমিস লুক ও দেবের মসদ্বীপ সফর পাশাপাশি ফেলে ঠিক যেন ডবল রোল, এক কথায় চেনা দায়, ভক্তের প্রতিক্রিয়ায় ভরছে কমেন্টবক্স।

Dev-Rukmini: মাছ ধরা হোক বা সৈকতের রোম্যান্স, মলদ্বীপ সফর মাঝেই কিসমিস-এ ডুব দেবের
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2022 | 8:19 AM

সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করে চলেছেন অভিনেতা দেব। একইভাবে রুক্মিনীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেও একই ফ্রেমে ধরা পড়বে মলদ্বীপ সফর। মা ও দেবের সঙ্গে সৈকত সফরের সেরার সেরা ঠিকানা মলদ্বীপেই কয়েকদিন আগে পাড়ি জমিয়েছে টলিপাড়ার স্টার রুক্মিনী। গত কয়েকদিন ধরেই একের পর এক ফ্রেমে ভাইরাল রিয়েল লাইফ জুটি। তবে সফর মাঝেই রিল লাইফের কথা ভুললেন না দেব।

সদ্য কিসমিস ছবির কাজ শেষ করে গিয়েছে। সেই ছবির মুক্তির অপেক্ষাতেই দিনগুণছে ভক্তমহল, তাই দেবও পাল্লা দিয়ে সফর ছবির মাঝে মাঝে হাজির হচ্ছেন কিসমিস নিয়ে। শুভমহরৎ থেকে শুরু করে দেবের লুক, কমেন্ট বক্স ভরে উঠছে ছবির নানান প্রসঙ্গ ঘিরে, যার মধ্যে সকলের নজরের কেন্দ্রে দেবের লুক। কারুর কথায় ইনোসেন্ট, কারুর কথায় আবার খানিক সহজ-সরল, বোকা বোকা লুক, তবে চরিত্রকে যে তিনি এতটাই যত্নের সঙ্গে ফুঁটিয়ে তুলেছেন, তা লুক সামনে আসতেই স্পষ্ট হয়ে যায় ভক্তদের কাছে।

কিসমিস ছবির মুক্তির অপেক্ষাতেই এখন দিনগুণছে সকলে, আবারও পর্দায় ফিরছে রুক্মিনী ও দেব ম্যাজিক। মাঝে বলিউড সফর সেরে আবারও দেবের সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। তবে কাজের সঙ্গে পাল্লা দিয়ে ব্যালন্স করে এই দুই স্টার দিব্য নিজেদের জন্য খানিক সময় বার করেই নিয়ে থাকেন। তাঁদের সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই বিষয়টা স্পষ্ট হয়ে যায়, কখনও নর্থ পোল, কখনও আবার মলদ্বীপ, ঘুরতে বেশ পছন্দ করেন রিয়েল লাইফ এই জুটি। আর ফ্রেমে অনবদ্য ছবি বারে বারে ফুঁটে ওঠে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। বিচ লুকে সকলের নজর কাড়লেন সুপারস্টার। অন্যদিকে খোস মেজাজে রুক্মিনী মৈত্র। দুইয়ের সমীকরণে এক কথায় যে মলদ্বীপ সফর হিট, তা একাধিক ফ্রেমে প্রমাণিত। বিচ লুকে দেবের সৈকতে দাঁড়িয়ে পোজ আর ঠিক তার পাশেই কিসমিস লুক, দুইয়ে মিলিয়ে এক করা বেজায় সমস্যার, আর তাতেই স্পষ্ট হয়ে যায়, এবার কিসমিস নিয়ে আসছে ছকভাঙা দেবের গল্প।

আরও পড়ুন: Siddhant Chaturvedi: সিদ্ধান্ত কি ‘বিশ্বাসঘাতক’, তা হলে সমুদ্র সৈকতে এটা কী করলেন লুঙ্গি পরে?

আরও পড়ুন: Jubin Nautiyal Marriage: রূপকথার প্রেম, নরম তুলতুলে! তা হলে কি বিয়ের দিন আগত জুবিন নটিয়ালের?

আরও পড়ুন: Bengali Serial-Bengali Audience: “দর্শকের ভাল লাগেনি বলে গল্প পাল্টেছি, এরকম কোনওদিনও করিনি”, সাফ জানালেন লীনা গঙ্গোপাধ্যায়