মাথায় কোনও টিউমার হলে সেখান থেকেও মাথা ব্যথা হতে পারে। সেই সঙ্গে বমি হওয়ার একটা প্রবণতা থাকেই। মস্তিষ্কে ছোটখাটো কোনও স্ট্রোক হলে সেখান থেকেও ব্যথা হতে পারে। আর তাই প্রথম থেকেই সাবধানে থাকুন। সেই সঙ্গে নিজের ইচ্ছেমত কোনও ওষুধ খাবেন না। মাথার কোথায় ব্যথা, কেন ব্যথা হচ্ছে সেব দেখে সিটি স্ক্যানেরও পরামর্শ দেওয়া হয়। তাই মাথা ব্যথা হলেই নিজের থেকে গ্যাসের কোনও ওষুধ খাবেন না।