Corona Cases Lockdown News: শেষ ২৪ ঘণ্টায় ৪৩ মৃত্যু রাজ্যে, একই জায়গায় দাঁড়িয়ে সংক্রমণের হার

| Edited By: | Updated on: Jun 25, 2021 | 12:24 AM

দেশে মোট সংক্রমণ কমলেও একাধিক রাজ্যে আনলক শুরু হওয়ার পরই ফের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

Corona Cases Lockdown News: শেষ ২৪ ঘণ্টায় ৪৩ মৃত্যু রাজ্যে, একই জায়গায় দাঁড়িয়ে সংক্রমণের হার
ফাইল চিত্র।

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা তিন কোটির গণ্ডি পার করল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে  ৫৪ হাজার ৬৯ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ১৩২১ জনের। অন্যদিকে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬৮ হাজার ৮৮৫ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৮২ হাজার ৭৭৮-এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯০ লক্ষ ৬৩ হাজার ৭৪০ জন। মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ৯৮১। বর্তমানে দেশে সক্রি. রোগীর সংখ্যা ৬ লক্ষ ২৭ হাজার ৫৭। এখনও অবধি মোট টিকাপ্রাপ্ত হয়েছেন ৩০ কোটি ১৬ লক্ষ ২৬ হাজার ২৮ জন। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 24 Jun 2021 10:10 PM (IST)

    শেষ ২৪ ঘণ্টায় ৪৩ মৃত্যু রাজ্যে, একই জায়গায় দাঁড়িয়ে সংক্রমণের হার

    কলকাতা: গত কয়েকদিন যাবৎ দিব্যি কমছিল রাজ্যের করোনা সংক্রমণ। কিন্তু, বুধবারের পর বৃহস্পতিবারও আচমকাই বৃদ্ধি পেল রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা। বুধবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গতকালকের তুলনায় দৈনিক মৃত্যুও বৃদ্ধি পেয়েছে। তবে মোটের উপর সব জেলাতেই সংক্রমণের হার নিম্নমুখী। কিন্তু উত্তরবঙ্গের কয়েকটি জেলায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে। বৃহস্পতিবার রাজ্যের ৯ টি জেলায় করোনায় কোনও মৃত্যু হয়নি। যত সংখ্যক টেস্ট হয়েছে তার মধ্যে পজিটিভি ধরা পড়েছেন মাত্র ৩.৪৫ শতাংশ মানুষ।

    সবিস্তারে পড়ুন: আচমকা উত্তরের ৩ জেলায় বাড়ল মৃত্যু, সংক্রমণ কমলেও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না কিছুতেই

  • 24 Jun 2021 03:56 PM (IST)

    দেশে প্রথম মৃত্য়ু ‘ডেল্টা প্লাস’ ভ্যারিয়েন্টে

    দেশে প্রথম শিকার 'ডেল্টা প্লাসের', ক্রমেই থাবা চওড়া করছে মারণ স্ট্রেন

    বারবার রূপ বদলে ফিরছে করোনাভাইরাস (COVID 19)। দেশ স্ট্রেনের আঘাতে বিপর্যস্ত। ডেল্টার পর এ বার হাজির ডেল্টা প্লাস। ডবল মিউট্যান্ট স্ট্রেন নিজেকে আরও পরিবর্তন করে বেশি সংক্রামক হয়ে উঠেছে। এ বার সেই ডেল্টা প্লাসই দেশে প্রথম জীবন কাড়ল। এই স্ট্রেনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৯ বছর বয়সী এক মহিলা। ২৩ মে মৃত্যু হয়েছে তাঁর। এ ছাড়াও ডেল্টা প্লাস শনাক্ত হয়েছে মধ্য প্রদেশের আরও ৪ জনের শরীরে। খোদ সে রাজ্যের স্বাস্থ্যশিক্ষা মন্ত্রী বিশ্বাস সরং এ কথা জানিয়েছেন।

    বিস্তারিত পড়ুন: দেশে প্রথম শিকার ‘ডেল্টা প্লাসের’, ক্রমেই থাবা চওড়া করছে মারণ স্ট্রেন

  • 24 Jun 2021 03:51 PM (IST)

    করোনাকালেও পরীক্ষার সিদ্ধান্তে অন্ধ্র সরকারের সমালোচনা শীর্ষ আদালতের

    'একজন পড়ুয়ার মৃত্যু হলেও দায়ী থাকবে রাজ্যই', দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে 'সুপ্রিম' হুঁশিয়ারি

    করোনা সংক্রমণের জেরে বাকি রাজ্যে দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করে দেওয়া হলেও অন্ধ্র প্রদেশে আগামী মাসেই দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পড়ুয়াদের সুরক্ষার কথা না ভেবেই রাজ্যের এই সিদ্ধান্তের তুমুল সমালোচনা করল সুপ্রিম কোর্ট। এ দিন শীর্ষ আদালতের তরফে বলা হয়, “যদি একজন পড়ুয়ারও মৃত্যু হয়, তার জন্য দায়ী থাকবে রাজ্য সরকারই”। একইসঙ্গে এইধরনের ঘটনা ঘটলে রাজ্য সরকারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও হতে পারে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

    বিস্তারিত পড়ুন: 'একজন পড়ুয়ার মৃত্যু হলেও দায়ী থাকবে রাজ্যই', দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে 'সুপ্রিম' হুঁশিয়ারি

  • 24 Jun 2021 10:33 AM (IST)

    টিকাকরণ নিয়ে ফিলিপিন্স প্রেসিডেন্টের মন্তব্যে বিতর্ক

    'ভ্যাকসিন না নিলে ভারত বা আমেরিকায় চলে যান', ফিলিপিন্স প্রেসিডেন্টের বার্তায় বিতর্কের ঝড়

    করোনা টিকা নিতে যারা ইচ্ছুক নন, তাঁদের জন্য কড়া বার্তা দিলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো ডুটার্টে। যাঁরা করোনা টিকা নেবেন না, তাঁদের জেলে পাঠানোর হুমকি দেন তিনি। পাশাপাশি যাঁরা ভ্যাকসিন নেবেন না, তাঁরা ভারত বা আমেরিকার মতো কোনও দেশে চলে যেতে পারেন বলেও জানান। তাঁর এই মন্তব্যেই শুরু হয়েছে বিতর্ক।

    বিস্তারিত পড়ুন: 'ভ্যাকসিন না নিলে ভারত বা আমেরিকায় চলে যান', ফিলিপিন্স প্রেসিডেন্টের বার্তায় বিতর্কের ঝড়

  • 24 Jun 2021 10:32 AM (IST)

    মহারাষ্ট্রে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

    আনলক হতেই শিকেয় স্বাস্থ্যবিধি, এক ধাক্কায় ১০ হাজারে পৌঁছল উদ্ধবরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা

    পরিকল্পনা ছিল পাঁচ ভাগে আনলক শুরু করার। প্রথম দফা আনলকেই শপিং মল, বাজার হাটে যে পরিমাণ ভিড় চোখে পড়ছিল, তাতেই চিকিৎসক-বিশেষজ্ঞরা ফের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করেছিলেন। সেটিই সত্যি হচ্ছে ধীরে ধীরে। চলতি সপ্তাহে প্রতিদিনই এক ধাক্কায় অনেকটা বাড়ছে মহারাষ্ট্রের করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৬ জন।

    বিস্তারিত পড়ুন: আনলক হতেই শিকেয় স্বাস্থ্যবিধি, এক ধাক্কায় ১০ হাজারে পৌঁছল উদ্ধবরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা

  • 24 Jun 2021 10:31 AM (IST)

    মিজোরামে ফের বাড়ল আক্রান্তের সংখ্যা

    করোনা সংক্রমণে দেশের সার্বিক হিসাবে স্বস্তি মিললেও কয়েকটি রাজ্যে ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মিজোরামে ৪৩০২ জন সক্রিয় রোগী ও একজনের মৃত্যুর খবর মিলল।

  • 24 Jun 2021 10:25 AM (IST)

    শিশুদের উপর কোভ্যাক্সিনের টিকা কি আদৌই কার্যকর? উত্তর দিলেন এইমস কর্তা

    তৃতীয় ঢেউ থেকে শিশুদের সুরক্ষা দিতে পারবে কোভ্যাক্সিন? জবাব খুঁজলেন এইমস কর্তা

    তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, বিশেষজ্ঞদের এই অনুমান সামনে আসতেই দেশে জোরকদমে শুরু হয়ে গিয়েছে শিশুদের জন্য টিকা প্রস্তুতকরণের কাজ। ইতিমধ্যেই ভারত বায়োটেক সংস্থার তরফে দুই উর্ধ্ব শিশুদের জন্য ভ্যাকসিন প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। তবে এই ভ্যাকসিন কি আদৌই শিশুদের মধ্যে সংক্রমণ রুখতে সাহায্য করবে? এই প্রশ্নের জবাব দিলেন এইমসের ডিরেক্টর ডঃ রণদীপ গুলেরিয়া।

    বিস্তারিত পড়ুন: তৃতীয় ঢেউ থেকে শিশুদের সুরক্ষা দিতে পারবে কোভ্যাক্সিন? জবাব খুঁজলেন এইমস কর্তা

  • 24 Jun 2021 10:11 AM (IST)

    ৯৬ শতাংশে বেড়ে দাঁড়াল সুস্থতার হার

    দেশে ক্রমশ বাড়ছে সুস্থতার হার, কমছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সুস্থতার হার ৯৬.৬১ শতাংশ। দৈনিক আক্রান্তের হার ২.৯১ শতাংশ ও সাপ্তাহিক আক্রান্তের হার ৩.০৪ শতাংশে কমে দাঁড়িয়েছে।

  • 24 Jun 2021 10:07 AM (IST)

    তৃতীয় ঢেউয়ের কারণ হবে কি ডেল্টা প্লাস?

    'ডেল্টা প্লাস' ভ্যারিয়েন্টই কি ডেকে আনবে করোনার তৃতীয় ঢেউ?

    দেশের তিন রাজ্যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের খোঁজ মিলতেই তৈরি হয়েছে নয়া উদ্বেগ। তৃতীয় ঢেউয়ের কারণ হয়ে উঠতে পারে করোনার এই নতুন প্রজাতি, এই আশঙ্কাই করছেন অনেকে। তবে ইন্সটিটিউট অব জিনোমিক্স অ্যান্ড ইন্টেগ্রেটেড বায়োলজির ডিরেক্টর ডঃ অনুরাগ আগরওয়াল জানালেন, এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

    বিস্তারিত পড়ুন: 'ডেল্টা প্লাস' ভ্যারিয়েন্টই কি ডেকে আনবে করোনার তৃতীয় ঢেউ? 

Published On - Jun 24,2021 9:59 AM

Follow Us: