কোভিড বিধি না মানলে রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা জারি করতে পারে নির্বাচন কমিশন
মাস্ক পরায় সাধারণ মানুষের পাশাপাশি প্রার্থীদেরও যে অনীহা তৈরি হয়েছে, সেটাও কমিশনের নজরে এসেছে। সেই কথা মাথায় রেখে এ দিনের গাইডলাইনে নির্বাচন কমিশন জানিয়েছে, এমন পরিস্থিতিতে যে কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের ক্ষেত্রে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক।
নয়া দিল্লি: ভোটবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সবে মাত্র তিন দফায় নির্বাচন শেষ হয়েছে। আগামিকাল চতুর্থ দফার ভোট। এরপর বাকি থাকছে আরও চার দফা। ফলে রাজ্যজুড়ে মিটিং-মিছিল ও রাজনৈতিক প্রচার যে এখনই বন্ধ হচ্ছে না তা একপ্রকার পরিষ্কার। এই অবস্থায় রাজনৈতিক সমাবেশ এবং কর্মসূচিতে কোভিড বিধি পালনের কথা স্মরণ করিয়ে দিয়েন ফের একবার করোনা নিয়ে গাইডলাইন দিল নির্বাচন কমিশন। যদি এই গাইডলাই পালন না করা হয়, বা কোভিড পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায়, সেক্ষেত্র সমাবেশ বন্ধ করে দেওয়ার বিকল্পও খুলে রেখেছে নির্বাচন কমিশন।
শুক্রবার রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, জনসভার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলিকে সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে। করোনার বিরুদ্ধে প্রধান হাতিয়ার মাস্ক পরায় সাধারণ মানুষের পাশাপাশি প্রার্থীদেরও যে অনীহা তৈরি হয়েছে, সেটাও কমিশনের নজরে এসেছে। সেই কথা মাথায় রেখে এ দিনের গাইডলাইনে নির্বাচন কমিশন জানিয়েছে, এমন পরিস্থিতিতে যে কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের ক্ষেত্রে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক। একই সঙ্গে স্যানিটাইজারের ব্যবহার আরও বাড়াতে হবে এবং অন্যান্য বিধিনিষেধের দিকেও কড়া নজর রাখতে হবে।
আরও পড়ুন: ‘অবহেলিত’ উত্তরবঙ্গকে বড় প্রতিশ্রুতি, ‘শিলিগুড়িতে মেট্রো তৈরি হবে’, বললেন শাহ
প্রসঙ্গত, দেশে অতিমারি ছড়ানোর পর গত বছরের শেষভাগে বিহারের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এটাই ছিল করোনা পরিস্থিতির পর প্রথম কোনও নির্বাচন। বিহার বিধানসভা ভোটের আগেও একই ধরনের একাধিক গাইডলাইন জারি করেছিল নির্বাচন কমিশন। চলতি বছর ৪ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার সময়ও সেই গাইডলাইনের কথা নির্বাচন কমিশন মনে করিয়ে দিয়েছিল। কিন্তু, সেই গাইডলাইন অধিকাংশ ক্ষেত্রেই অনুসরণ করা হচ্ছে না বলেই এ দিনের বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, যদি কোভিদ বিধি মেনে রাজনৈতিক সমাবেশ না করা হয়, তবে পরবর্তী পদক্ষেপ হিসেবে জনসভা বন্ধ করে দেওয়া হতে পারে।
আরও পড়ুন: অমিত শাহের কঠোর পদক্ষেপ, বিজেপির অর্থ অপচয় রুখতে দিল্লি থেকে এলেন জোড়া পরীক্ষক