Bypolls date revises: উপনির্বাচনের দিন বদল, ৭ দিন ভোট পিছিয়ে দিল কমিশন

Bypolls date revises: সামনেই পশ্চিমবঙ্গ-সহ মোট ১৪টি রাজ্যের ৪২টি বিধানসভা আসনের উপনির্বাচন। সোমবার (৪ নভেম্বর), কয়েকটি আসনে উপনির্বাচনের দিন বদল করল নির্বাচন কমিশন। বিবিধ উৎসব থাকায় ১৩ নভেম্বরের বদলে ২০ নভেম্বর করা হবে উপনির্বাচন।

Bypolls date revises: উপনির্বাচনের দিন বদল, ৭ দিন ভোট পিছিয়ে দিল কমিশন
ফাইল ছবি Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Nov 04, 2024 | 3:11 PM

নয়া দিল্লি: উপনির্বাচনের দিন বদল। সামনেই পশ্চিমবঙ্গ-সহ মোট ১৪টি রাজ্যের ৪২টি বিধানসভা আসনের উপনির্বাচন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রার্থীদের নামও ঘোষণা করা হয়ে গিয়েছে। এরই মধ্যে সোমবার (৪ নভেম্বর), কয়েকটি আসনে উপনির্বাচনের দিন বদল করল নির্বাচন কমিশন। বিবিধ উৎসব থাকায় ১৩ নভেম্বরের বদলে ২০ নভেম্বর করা হবে উপনির্বাচন।

কমিশন জানিয়েছে, কংগ্রেস, বিজেপি, বিডিপি, আরএলডি-সহ বেশ কয়েকটি জাতীয় এবং রাজ্য স্তরের দলের পক্ষ থেকে ১৩ তারিখ ভোট না করার জন্য অনুরোধ জানানো হয়েছিল। বেশ কয়েকটি উৎসব থাকায়, ওই দিন ভোটগ্রহণ করা হলে, বুথে ভোটারের উপস্থিতি কম হওয়ার সম্ভাবনা থাকবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। তাদের অনুরোধের ভিত্তিতেই সবদিক বিবেচনা করে এই দিন বদল করা হল।

৪২টি বিধানসভা আসনের মধ্যে, পশ্চিমবঙ্গেরও ৬টি বিধানসভা আসনে ভোট হওয়ার কথা। তবে, পশ্চিমবঙ্গের আসনগুলির উপনির্বাচনের দিন একই থাকছে। তালডাংরা, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও মাদারিহাটে আগের মতোই ১৩ নভেম্বরই ভোট হবে।

ভোটের দিন বদলেছে কেরল, পঞ্জাব এবং উত্তর প্রদেশের উপনির্বাচনের। কেরলের পালাক্কাড়, পঞ্জাবের ডেরা বাবা নানক, চব্বেরওয়াল, গিদ্দেরবাহা ও বার্নাল এবং উত্তর প্রদেশের মীরাপুর, কুন্দরকি, গাজিয়াবাদ, খয়ের, কারহাল, সিশামাউ, ফুলপুর, কাটহারি এবং মাঝাওয়ান – এই বিধানসভা আসনগুলির উপনির্বাচন হবে ২০ নভেম্বর।

আগেই নির্বাচন কমিশন জানিয়েছিল, এই ৪২টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ২৩ নভেম্বর। এই দিন অপরিবর্তিতই থাকছে।