DK Shivakumar: ১ বছরেই প্রোমোশন পেয়ে উপমুখ্যমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী হবেন শিবকুমার? দলের অন্দরেই শুরু ডামাডোল

Karnataka CM Post: শিবকুমার বলেন, "উপমুখ্যমন্ত্রীকে নিয়ে যেমন কোনও আলোচনা হচ্ছে না, তেমনই মুখ্যমন্ত্রীর পদ নিয়েও আলোচনার কোনও প্রশ্নই নেই। কুমার চন্দ্রশেখরনাথ স্বামী কেবল আমার প্রতি ওনার ভালবাসা হাজির করেছেন। আমি অনুরোধ করব, কেউ যেন আমার জন্য সুপারিশ না করেন।"

DK Shivakumar: ১ বছরেই প্রোমোশন পেয়ে উপমুখ্যমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী হবেন শিবকুমার? দলের অন্দরেই শুরু ডামাডোল
কর্নাটকের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jun 30, 2024 | 6:20 AM

বেঙ্গালুরু: রাজ্যে ক্ষমতায় আসার এক বছরের মধ্যেই ডামাডোল শুরু? দলের অন্দরে ও বাইরে দাবি উঠছে কর্নাটকের মুখ্যমন্ত্রী বদলের। সিদ্দারামাইয়ার বদলে উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে যেন মুখ্যমন্ত্রী পদে বসানো হয়, এমনই দাবি উঠছে। দলের অন্দরে এই শোরগোল নিয়ে এবার মুখ খুললেন খোদ শিবকুমার। কর্নাটক কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানালেন, তাঁর কারোর সুপারিশের প্রয়োজন নেই। হাই কম্যান্ডই তাঁর কাজ পর্যালোচনা করে যা সিদ্ধান্ত নেওয়ার, নেবে।

শনিবার বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবকুমার বলেন, “উপমুখ্যমন্ত্রীকে নিয়ে যেমন কোনও আলোচনা হচ্ছে না, তেমনই মুখ্যমন্ত্রীর পদ নিয়েও আলোচনার কোনও প্রশ্নই নেই। কুমার চন্দ্রশেখরনাথ স্বামী কেবল আমার প্রতি ওনার ভালবাসা হাজির করেছেন। আমি অনুরোধ করব, কেউ যেন আমার জন্য সুপারিশ না করেন। দলের হাইকম্যান্ড আমার কাজ দেখেই সিদ্ধান্ত নেবে।”

তিনি আরও বলেন, “কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, মুখ্যমন্ত্রী ও আমি কর্নাটকের উন্নয়নের লক্ষ্যে কী কাজ করা যায়, তা নিয়ে আলোচনা করি। কোনও বিধায়ক, মন্ত্রী বা ধর্মগুরুকে এই বিষয়ে বলতে হবে না। যদি আমাকে সমর্থন করতে হয়, তবে আপনাদের শুভ চিন্তা-কামনায় আমায় রাখুন। আমি চাই না কোনও মন্ত্রী মিডিয়ার কাছে মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে কথা বলুক। দলে নিয়ম ও শৃঙ্খলা খুব জরুরি। আমরা জানি দলকে রাজ্যের ক্ষমতায় আনতে কতটা পরিশ্রম করেছি আমরা। দলের স্বার্থেই আমি সকলকে এই বিষয়ে মুখ বন্ধ রাখার অনুরোধ করছি।