Lok Sabha Election 2024: ভোট দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বেরিয়ে বললেন…

| Edited By: | Updated on: May 25, 2024 | 10:08 PM

Lok Sabha Poll 2024 Phase 6 Voting Live News and Updates in Bengali: আজ, শনিবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ। দেশজুড়ে মোট ৫৮টি লোকসভা আসনে ভোট গ্রহণ হবে আজ। মোট ৮৮৯ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে এই দফায়।

Lok Sabha Election 2024: ভোট দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বেরিয়ে বললেন...
ভোট দিতে ভিড়।Image Credit source: PTI

শেষ পর্বে লোকসভা নির্বাচন। আজ, শনিবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ। দেশজুড়ে মোট ৫৮টি লোকসভা আসনে ভোট গ্রহণ হবে আজ। এর মধ্যে হরিয়ানার ১০টি আসন, বিহারের ৮টি, ঝাড়খণ্ডের ৪টি আসন, ওড়িশার ৬টি আসন, উত্তর প্রদেশের ১৪টি, পশ্চিমবঙ্গের ৮টি, দিল্লির ৭টি ও জম্মু-কাশ্মীরের ১টি আসনে ভোট গ্রহণ হবে।  মোট ৮৮৯ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে এই দফায়। পাশাপাশি ওড়িশার ৪২টি বিধানসভা আসনেও এদিন ভোট হবে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 25 May 2024 05:24 PM (IST)

    দিল্লিতে ভোট দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

    রাজধানী দিল্লিতে আজ ভোট দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বুথ থেকে ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, ‘আজ ভোট দিয়ে দেশের নাগরিক হিসেবে আমি নিজের দায়িত্ব পালন করলাম। আমি আগেও বলেছি, এটা প্রত্যেক দেশবাসীর গুরুত্বপূর্ণ দায়িত্ব।’

  • 25 May 2024 04:41 PM (IST)

    হাসপাতালে ভর্তি রোগীরাও বেছে নিলেন পছন্দের প্রার্থী

    হাসপাতালে ভর্তি রোগীদের ভোট দেওয়ানোর জন্য বিশেষ পদক্ষেপ দিল্লির এক বেসরকারি হাসপাতালের। দিল্লির দ্বারকায় এক হাসপাতালের তরফে রোগীদের ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হল। ওই হাসপাতালের ডিরেক্টর জানাচ্ছেন, রোগীরাও যাতে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্যই এই পদক্ষেপ।

  • 25 May 2024 04:13 PM (IST)

    ভোট-ষষ্ঠীর দুপুর ৩টে পর্যন্ত কোন রাজ্যে কত ভোট পড়ল

    ভোট-ষষ্ঠীতে দুপুর তিনটে পর্যন্ত কোথায় কত ভোট

    বিহারে ভোট পড়েছে ৪৫.২১ শতাংশ হরিয়ানায় ভোট পড়েছে ৪৬.২৬ শতাংশ জম্মু ও কাশ্মীরে ভোট পড়েছে ৪৪.৪১ শতাংশ ঝাড়খণ্ডে ভোট পড়েছে ৫৪.৩৪ শতাংশ দিল্লিতে ভোট পড়েছে ৪৪.৫৮ শতাংশ ওড়িশায় ভোট পড়েছে ৪৮.৪৪ শতাংশ উত্তর প্রদেশে ভোট পড়েছে ৪৩.৯৫ শতাংশ পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৭০.১৯ শতাংশ

  • 25 May 2024 02:19 PM (IST)

    ভোট দিলেন প্রকাশ কারাট

    সিপিএম নেতা প্রকাশ কারাট ভোট দিলেন দিল্লিতে।

  • 25 May 2024 02:17 PM (IST)

    দুুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৯ শতাংশ

    লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৯.১৩ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। ৫৪.৮০ শতাংশ ভোট পড়েছে ১টা পর্যন্ত। ঝাড়খণ্ডে ৪২.৫৪ শতাংশ, বিহারে ৩৬.৪৮ শতাংশ, হরিয়ানায় ৩৬.৪৮ শতাংশ, জম্মু-কাশ্মীরে ৩৫.২২ শতাংশ, দিল্লিতে ৩৪.৩৭ শতাংশ, ওড়িশায় ৩৫.৬৯ শতাংশ, উত্তর প্রদেশে ৩৭.২৩ শতাংশ ভোট পড়েছে।

  • 25 May 2024 12:56 PM (IST)

    ভোট দিতে এলেন ধোনি

    ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভোট দিলেন ঝাড়খণ্ডে। রাঁচির একটি বুথে ভোট দেন তিনি।

  • 25 May 2024 12:54 PM (IST)

    ভোট দিলেন অনিল ভিজ

    হরিয়ানার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ ভোট দিলেন অম্বালায়।

  • 25 May 2024 12:34 PM (IST)

    ওড়িশায় ভোট পড়ল ২১ শতাংশ

    লোকসভার পাশাপাশি বিধানসভা নির্বাচনও চলছে ওড়িশায়। বিধানসভা নি্র্বাচনে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়ল ২১.৩২ শতাংশ।

  • 25 May 2024 12:32 PM (IST)

    ভোট দিলেন কেজরীবাল

    সপরিবারে ভোট দিতে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আবগারি নীতি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন তিনি।

  • 25 May 2024 11:22 AM (IST)

    দিল্লিতে আপ-কংগ্রেস কত আসন পাবে, বলে দিলেন কানহাইয়া

    দিল্লির কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার বললেন, “দিল্লিতে ৩টি আসন পাবে কংগ্রেস, আপ পাবে ৪টি আসন। “

  • 25 May 2024 11:20 AM (IST)

    ভোট দিলেন বৃন্দা কারাট

    দিল্লির বুথে ভোট দিলেন সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাট।

  • 25 May 2024 11:18 AM (IST)

    ভোট দিলেন কেশব প্রসাদ মৌর্য্য

    প্রয়াগরাজে ভোট দিলেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য।

  • 25 May 2024 11:15 AM (IST)

    ভোট কেন্দ্রে সপরিবারে গান্ধী পরিবার

    প্রিয়ঙ্কার পাশাপাশি ভোট দিতে এলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। রবার্ট বঢ়রা ও প্রিয়ঙ্কা গান্ধীর দুই সন্তানের সঙ্গে ভোট কেন্দ্রের বাইরে দেখা যায় তাঁদের।

  • 25 May 2024 11:12 AM (IST)

    ভোট দিয়ে খুশি কপিল দেব

    দিল্লিতে সস্ত্রীক ভোট দিলেন প্রাক্তন ক্রিকেটার কপিল দেব। তিনি বলেন, “নিজের কেন্দ্রের জন্য সঠিক প্রার্থীকে বাছাই করা খুব জরুরি।”

  • 25 May 2024 11:10 AM (IST)

    ভোট দিতে এলেন প্রিয়ঙ্কা গান্ধী

    দিল্লিতে ভোট দিতে এলেন কংগ্রেসের জেনারেল সেক্রেটারি প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা।

  • 25 May 2024 11:09 AM (IST)

    সুলতানপুরে ভোট নিয়ে অভিযোগ মানেকা গান্ধীর

    উত্তর প্রদেশের সুলতানপুরের বিজেপি প্রার্থী মানেকা গান্ধী বলেন, “দুই-তিন জায়গায় ইভিএমে সমস্যা হচ্ছে। বেশ কিছু পোলিং অফিসাররা সঠিকভাবে প্রশিক্ষণপ্রাপ্তও নন।”

  • 25 May 2024 10:19 AM (IST)

    ভোট দিলেন নবীন পট্টনায়ক

    ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ভুবনেশ্বরের একটি বুথে ভোট দিলেন।

  • 25 May 2024 10:15 AM (IST)

    ভোট দিলেন স্বাতী মালিওয়াল

    আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালে এ দিন দিল্লির একটি বুথে ভোট দিতে দেখা গেল।

  • 25 May 2024 10:05 AM (IST)

    ভোট দিলেন উপরাষ্ট্রপতি

    স্ত্রী সুদেশ ধনখড়কে নিয়ে দিল্লির একটি বুথে ভোট দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

  • 25 May 2024 10:01 AM (IST)

    ৯টা পর্যন্ত সবথেকে বেশি ভোট বাংলায়

    ষষ্ঠ দফাতেও ভোটের হারে এগিয়ে বাংলাই। সকাল ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গে  ভোট পড়েছে ১৬.৫৪ শতাংশ। দিল্লিতে ৮.৯৪ শতাংশ, উত্তর প্রদেশে ১২.৩৩ শতাংশ, হরিয়ানায় ৮.৩১ শতাংশ, বিহারে  ৯.৬৬ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৮.৮৯ শতাংশ, ঝাড়খণ্ডে ১১.৭৪ শতাংশ, ওড়িশায় ৭.৪৩ শতাংশ ভোট পড়েছে।

  • 25 May 2024 09:55 AM (IST)

    ভোট দিলেন রাষ্ট্রপতি

    দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও আজ দিল্লির একটি বুথে গিয়ে ভোট দিলেন। ভোট দেওয়ার পর তাঁর হাতে ভোটের কালিও দেখান।

  • 25 May 2024 09:49 AM (IST)

    ভোট দিলেন সৌরভ ভরদ্বাজ

    দিল্লির মন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভরদ্বাজও ভোট দিলেন আজ।

  • 25 May 2024 09:42 AM (IST)

    ভোটের লাইনে প্রিয়ঙ্কা গান্ধীর দুই সন্তান

    প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর দুই সন্তান রাইহান রাজীব বঢ়রা ও মিরায়া বঢ়রা। দুইজনকেই দিল্লির একটি বুথে ভোটারদের লাইনে দেখা গেল।

  • 25 May 2024 09:40 AM (IST)

    ভোট দিলেন আপ নেত্রী অতিশি

    দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশি ভোট দিলেন দিল্লির একটি বুথে।

  • 25 May 2024 09:05 AM (IST)

    ভোটের দিনই লোকালয়ে ঢুকল হাতি

    নির্বাচন কমিশনের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল ঝাড়গ্রামে। জঙ্গলমহলের ভোট মানে একসময় ছিল মাওবাদী আতঙ্ক। যদিও এখন সেই মাওবাদী আতঙ্ক এখন নেই। তবে ঝাড়গ্রামের সবথেকে বড় সমস্যা হল হাতির উপদ্রব। এই হাতির আতঙ্ককে কাটিয়ে ভোট করানোটাই ছিল ঝাড়গ্রামের সবথেকে বড় চ্যালেঞ্জ। কিন্তু দেখা গেল সকাল সকাল ঝাড়গ্রামের জিতুশোল এলাকায় লোকালয়ে বনকর্মীদের নজর এড়িয়ে ঢুকে পড়ল এক দাঁতাল।

  • 25 May 2024 09:00 AM (IST)

    অনন্তনাগে ধরনায় মেহবুবা মুফতি

    জম্মু-কাশ্মীরে পিডিপি কর্মীদের আটকে রাখার অভিযোগ। এই অভিযোগে আজ পিডিপি প্রধান তথা অনন্তনাগ-রাজৌরির প্রার্থী মেহবুবা মুফতি ধরনায় বসলেন। পুলিশের বিরুদ্ধে পিডিপির কর্মীদের আটকে রাখার অভিযোগ করলেন তিনি।

  • 25 May 2024 08:50 AM (IST)

    ইভিএম নিয়ে অভিযোগ সম্বিত পাত্রের

    ওড়িশার পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্র অভিযোগ জানালেন ইভিএম নিয়ে। তিনি বলেন, “ইভিএম ঠিক করে কাজ করছে না। আমি রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলব ও ভোটদানের সময় বাড়ানোর অনুরোধ করব।”

  • 25 May 2024 08:44 AM (IST)

    ভোট দিলেন ভিকে পান্ডিয়ান

    একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন হচ্ছে ওড়িশায়। বিজেডি নেতা ভিকে পান্ডিয়ান ভুবনেশ্বরের একটি বুথে ভোট দিলেন আজ।

  • 25 May 2024 08:42 AM (IST)

    জম্মু-কাশ্মীরে চলছে ভোট

    জম্মু-কাশ্মীরে শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ।

  • 25 May 2024 07:59 AM (IST)

    ভোট দিলেন গম্ভীর

    আইপিএলের মাঝেই দিল্লিতে ভোট দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।

  • 25 May 2024 07:57 AM (IST)

    ভোট দিলেন বাঁশুরি স্বরাজ

    লোকসভা নির্বাচনে দিল্লির বিজেপি প্রার্থী বাঁশুরি স্বরাজ ও তাঁর বাবা স্বরাজ কৌশল ভোট দিলেন।

  • 25 May 2024 07:35 AM (IST)

    ভোট দিলেন হরদীপ সিং পুরী

    দিল্লিতে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও তাঁর স্ত্রী।

  • 25 May 2024 07:22 AM (IST)

    ভোট দিলেন খট্টর

    সাতসকালেই ভোট দিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কর্নলের বিজেপি প্রার্থী মনোহর লাল খট্টর।

  • 25 May 2024 07:20 AM (IST)

    ভোটের আগে মন্দিরে বিজেপি প্রার্থী

    এবারের লোকসভা নির্বাচনে লড়ছেন সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি স্বরাজ। নয়া দিল্লি থেকে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি। আজ ভোট দেওয়ার আগে তিনি দিল্লির এক মন্দিরে পুজো দিতে যান।

  • 25 May 2024 07:13 AM (IST)

    সাতসকালেই ভোট দিলেন বিদেশমন্ত্রী

    সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। ভোট শুরু হতেই দিল্লির এক বুথে ভোট দিতে পৌঁছে গেলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী।

  • 25 May 2024 06:23 AM (IST)

    কাঁথিতে চলছে মক পোল

    হাইভোল্টেজ ষষ্ঠ দফার ভোট আজ। পশ্চিমবঙ্গের ৮ টি আসনে ভোট রয়েছে আজ। ভোট শুরুর আগে কাঁথির একটি বুথে চলছে মক পোল।

  • 25 May 2024 06:19 AM (IST)

    চলছে মক পোল

    আজ ষষ্ঠ দফার ভোট গ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। তার আগেই বিভিন্ন বুথে চলছে মক পোল।

Published On - May 25,2024 6:16 AM

Follow Us: