Extortion Case: জারি লুকআউট নোটিস, দেশ ছেড়েই কি পালিয়েছেন তোলাবাজিকাণ্ডে জড়িত প্রাক্তন পুলিশকর্তা?
Ex Police Commissioner Parambir Singh Case: গত ২৩ জুলাই থানের একটি পুলিশ স্টেশনে পরমবীর সিংয়ের বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ দায়ের করেন তিন ব্যবসায়ী।
মুম্বই: অম্বানীকাণ্ড(Ambani Bomb Scare)-র তদন্ত থেকেই সামনে এসেছিল তোলাবাজিকাণ্ড (Extortion Case)। প্রতি মাসে ১০০ কোটি টাকা তোলাবাজির অভিযোগ উঠেছিল মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব অনিল দেশমুখ(anil Deshmukh)-র বিরুদ্ধে। মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং(Parambir Singh), যিনি গোটা বিষয়টি সামনে এনেছিলেন, পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ ওঠে। দীর্ঘদিন ধরেই তাঁকে তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে বলা হলেও তিনি গায়েব ছিলেন। এ বার মহারাষ্ট্রের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ভালসে পাটিল (Dilip Walse Patil) জানালেন, পরমবীর সিং নাকি নিখোঁজ।
গোপন সূত্রে খবর, তোলাবাজি কাণ্ডে ক্রমশ নিজেই জড়িয়ে যেতেই দেশ ছেড়ে পালিয়েছেন। আপাতত রাশিয়ায় তিনি লুকিয়ে রয়েছেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন করা হলে তিনি বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পাশাপাশি আমরাও ওনার (পরমবীর সিং) খোঁজ করছি। আমার কানেও এসেছে যে উনি দেশ ছেড়ে পালিয়েছেন, তবে সরকারি আধিকারিক হিসাবে তিনি সরকারি অনুমতি ছাড়া বিদেশ যেতে পারেন না। আপাতত আমরা লুকআউট নোটিস জারি করেছি। যদি উনি পালিয়ে যান, তবে তদন্তের স্বার্থে তা ভাল হবে না।”
কেন্দ্রের সঙ্গে এই বিষয়ে তিনি কথা বলবেন বলেও জানান। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কোনও মন্ত্রীই হোক, অফিসারই হোক বা মুখ্যমন্ত্রী, সকলের জন্যই কিছু বিধিনিষেধ রয়েছে। সরকারের অনুমতি ছাড়া তারা দেশ ছোড়ে যেতে পারেন না। পর্বর্তী কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করা হবে। মহারাষ্ট্র সরকার ওনার খোঁজ করছে এবং ওনাকে পাওয়া গেলেই পরবর্তী ধাপের কথা চিন্তাভাবনা করা যাবে।”
গোটা ঘটনার সূত্রপাত চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি। শিল্পপতি মুকেশ অম্বানী(Mukesh Ambani)-র বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে ২৫টি জিলোট্ন স্টিক উদ্ধার করা হয়। তদন্ত শুরুর কিছুদিনের মধ্যেই সচিন ভাজ়ে নামক এক পুলিশকর্মীর নাম জড়াতেই আচমকা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ পুলিশ কমিশনার পদ থেকে পরমবীর সিংকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। এরপরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে পত্রবোমা পাঠান পরমবীর সিং।
৬ পাতার সেই চিঠিতে তিনি অভিযোগ করেন, প্রতি মাসে ১০০ কোটি টাকা তোলাবাজির লক্ষ্যমাত্রা দিতেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। অম্বানী কাণ্ডে জড়িত পুলিশ অফিসার সচিন ভাজ়ে এই তোলাবাজির কাজটি সামলাতেন। এরজন্য মুম্বইয়ের বহু রেস্তরাঁ, বার-পাবও চিহ্নিত করা হয়েছিল।
সরকার বনাম প্রাক্তন পুলিশকর্তার বিবাদ গড়ায় হাইকোর্ট-সুপ্রিম কোর্ট অবধি। অবশেষে অনিল দেশমুখের বিরুদ্ধে তোলাবাজি কাণ্ডের তদন্তভার নেয় সিবিআই ও ইডি। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অনিল দেশমুখ। এ দিকে, গত ২৩ জুলাই থানের একটি পুলিশ স্টেশনে পরমবীর সিংয়ের বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ দায়ের করেন তিন ব্যবসায়ী।
অভিযোগকারী সোনু জালাল মহারাষ্ট্রের ডিরেক্টর জেনারেল অব পুলিশের কাছে একটি চিঠি লিখে পরমবীর সিং সহ কয়েকজন পুলিশ অফিসারের বিরুদ্ধে ৩.৪৫ কোটি টাকা তোলাবাজির অভিযোগ আনে। একইভাবে ব্যবসায়ীা কেতন মনসুখলাল ও মুনির আহমেদ পাঠানও দাবি করেন যে, তাঁদের ভুয়ো মামলায় ফাঁসিয়ে নিয়মিত কোটি টাকা আদায় করা হত।
মোট দু’বার তোলাবাজির অভিযোগ দায়ের হয় প্রাক্তন পুলিশকর্তার বিরুদ্ধে। যেহেতু তাঁর অভিযোগের প্রেক্ষিতে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে সিবিআই তদন্ত হচ্ছে, তাই তদন্তের নিরপেরক্ষা বয়ান রাখতে, তাঁর বিরুদ্ধেও সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়।
গত ২৮ জুলাই মুম্বই পুলিশ সাত সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করে পরমবীর সিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির তদন্ত করার জন্য। এই দলের নেতৃত্ব দেন ডেপুটি কমিশনার। প্রাক্তন পুলিশকর্তা সহ ছয়জন পুলিশ অফিসারের নামে দায়ের অভিযোগগুলির ভিত্তিতেই হাজিরা দিতে বলা হয় পরমবীর সিংকে। কিন্তু তিনি বারংবার সেই নির্দেশ অমান্য করায় তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে মুম্বই পুলিশ। এখনও অবধি পরমবীর সিং বা অনিল দেশমুখ- দুজনের কেউই তোলাবাজি কাণ্ডে হাজিরা দেননি।
আরও পড়ুন: Punjab: মিটল দ্বন্দ্ব, মুখ্যমন্ত্রী চন্নির একটি প্রস্তাবেই সভাপতির পদে ফিরছেন সিধু