সোশ্যাল মিডিয়াতেও সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিকল্পনা, এনকাউন্টারে খতম হিজবুল শীর্ষ নেতা সহ ২ জঙ্গি
এ দিন সকালে জম্মু-কাশ্মীরের হাণ্ডওয়াড়া জেলায় জঙ্গি উপস্থিতির খবর মেলে। সেই সূত্র ধরেই তল্লাশি অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় গুলির লড়াই।
জম্মু: উপত্যকায় ফের এনকাউন্টার। নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হল হিজবুল মুজাহিদ্দিন জঙ্গিগোষ্ঠীর এক শীর্ষ নেতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ওই জঙ্গির নাম মেহরাজুদ্দিন হালওয়াই আলিয়াস উবেইদ।
এ দিন সকালে জম্মু-কাশ্মীরের হাণ্ডওয়াড়া জেলায় জঙ্গি উপস্থিতির খবর মেলে। সেই সূত্র ধরেই তল্লাশি অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় গুলির লড়াই। শেষ খবর পাওয়া অবধি দুই জন জঙ্গির মৃত্যু হয়েছে এনকাউন্টারে। এদের মধ্যেই একজন হলেন মেহরাজুদ্দিন। অপর জনের নাম বুরহান ওয়ানি। মেহরাজুদ্দিন উত্তর কাশ্মীরের জঙ্গি কার্যকলাপ সামলাত, অন্যদিকে, বুরহান দক্ষিণ কাশ্মীরে নিরাপত্তাবাহিনী ও সাধারণ মানুষকে খুনের ঘটনায় অভিযুক্ত বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ২০১১ সালে হিজবুল মুজাহিদ্দিন জঙ্গিগোষ্ঠীতে নাম লেখায় মেহরাজুদ্দিন। কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমাধারী মেহরাজুদ্দিন সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে কাশ্মীরী যুবকদের জঙ্গি সংগঠনে নাম লেখানো এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য নতুন নতুন যোগাযোগ পদ্ধতি খুঁজে বের করত। অল্প সময়েই সে হিজবুল মুজাহিদ্দিন জঙ্গিগোষ্ঠীর শীর্ষ নেতা হয়ে ওঠে। গত সপ্তাহে জম্মু বিমানঘাঁটিতে ড্রোন হামলার পর এ দিনের এনকাউন্টার অভিযানকে বড় সাফল্য বলেই মনে করছে জম্মু-কাশ্মীর পুলিশ।
আরও পড়ুন: সম্প্রসারিত মন্ত্রিসভার ঘোষণার আগেই বেগড়বাই নীতীশের দলের, দাবি কমপক্ষে ৪টি আসনের
⇜ TV9 EXCLUSIVE: না পড়লেই নয় ⇝