Video: মতুয়াদের ধর্মগুরুর নাম ভুল উচ্চারণের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
Suvendu Adhikari: একা শুভেন্দু নন, বিষয়টি নিয়ে সরব হয়েছেন শান্তনু ঠাকুরও। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর ভাষণের ভিডিয়োটি টুইটও করেন।
পরম পূজনীয় পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে মতুয়া ও নমঃশূদ্র সমাজকে অপমানিত করেছেন মাননীয়া। সারাজীবন মতুয়া সমাজকে ভোট ব্যাঙ্ক ভেবেছেন, মন থেকে যে সম্মান করেন নি তা আপনার এই অজ্ঞতা থেকে প্রমাণ পায়। তীব্র নিন্দা জানাই। pic.twitter.com/06Gkc4TO6D
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 1, 2023
কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?
“যতদিন বড়মা বেঁচেছিলেন তাঁর চিকিৎসার দায়িত্ব কে নিয়েছিলেন? আমি করেছিলাম। কেউ তাকিয়ে দেখেননি। আমরা কন্যাশ্রী কলেজ করেছি। মতুয়াদের ধর্মগুরু হরিচাঁদ, গুরুচাঁদের নামে বিশ্ববিদ্যালয় করা হয়েছে।” শুভেন্দু অধিকারীর দাবি গুরুচাঁদ বলতে গিয়ে মমতা বন্দ্যাোপাধ্যায় ভুল উচ্চারণ করেছেন।
একা শুভেন্দু নন, বিষয়টি নিয়ে সরব হয়েছেন শান্তনু ঠাকুরও। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর ভাষণের ভিডিয়োটি টুইটও করেন। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে উচ্চারণ করেছেন। উল্লেখ্য, মালদার প্রসাশনিক সভায় বক্তব্য রাখাকালীন মুখ্যমন্ত্রী জিজ্ঞাসাও করেন যে তিনি নামের উচ্চারণ সঠিকভাবে বলেছেন কি না। তবে সভা থেকে কেউ ঠিক করে দেননি। পরে ফিরে এসে নতুন করে বক্তৃতা দেওয়ার সময়ও সঠিক উচ্চারণ করেননি বলে দাবি করেছেন শান্তনু ঠাকুর।