Video: মতুয়াদের ধর্মগুরুর নাম ভুল উচ্চারণের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ শুভেন্দুর

Suvendu Adhikari: একা শুভেন্দু নন, বিষয়টি নিয়ে সরব হয়েছেন শান্তনু ঠাকুরও। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর ভাষণের ভিডিয়োটি টুইটও করেন।

Video: মতুয়াদের ধর্মগুরুর নাম ভুল উচ্চারণের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর (গ্রাফিক্স: শুভ্রনীল দে)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 02, 2023 | 12:35 PM

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ফের আক্রমণ বিজেপি নেতা (BJP) তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মালদার প্রসাশনিক সভায় মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা গুরুচাঁদের নাম ভুল উচ্চারণ করেন মুখ্যমন্ত্রী। এমনটা অভিযোগ বিজেপি নেতার। এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। টুইট করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষও করেন তিনি। মঙ্গলবার শুভেন্দু অধিকারী একটি টুইট করেন। সেখানে তিনি মন্তব্য করেছেন, “গুরুচাঁদের নাম বিকৃত করে মতুয়া ও নমঃশুদ্র সমাজকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী। সারাজীবন মতুয়া সমাজকে ভোট ব্যাঙ্ক ভেবেছেন, মন থেকে যে সম্মান করেননি।” ঘটনার তীব্র নিন্দা করেছেন শুভেন্দু। একই সঙ্গে নিন্দা জানিয়েছেন মতুয়া সংঘাতিপতি শান্তনু ঠাকুর।

কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?

“যতদিন বড়মা বেঁচেছিলেন তাঁর চিকিৎসার দায়িত্ব কে নিয়েছিলেন? আমি করেছিলাম। কেউ তাকিয়ে দেখেননি। আমরা কন্যাশ্রী কলেজ করেছি। মতুয়াদের ধর্মগুরু হরিচাঁদ, গুরুচাঁদের নামে বিশ্ববিদ্যালয় করা হয়েছে।” শুভেন্দু অধিকারীর দাবি গুরুচাঁদ বলতে গিয়ে মমতা বন্দ্যাোপাধ্যায় ভুল উচ্চারণ করেছেন।

একা শুভেন্দু নন, বিষয়টি নিয়ে সরব হয়েছেন শান্তনু ঠাকুরও। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর ভাষণের ভিডিয়োটি টুইটও করেন। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে উচ্চারণ করেছেন। উল্লেখ্য, মালদার প্রসাশনিক সভায় বক্তব্য রাখাকালীন মুখ্যমন্ত্রী জিজ্ঞাসাও করেন যে তিনি নামের উচ্চারণ সঠিকভাবে বলেছেন কি না। তবে সভা থেকে কেউ ঠিক করে দেননি। পরে ফিরে এসে নতুন করে বক্তৃতা দেওয়ার সময়ও সঠিক উচ্চারণ করেননি বলে দাবি করেছেন শান্তনু ঠাকুর।