Central Force: বাংলায় আরও বাড়ল কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা, বড় নির্দেশ হাইকোর্টের
Calcutta High Court: ২৬ জুন পর্যন্ত বাংলায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামী বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে।
কলকাতা: রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার সময় আরও বাড়ানো হল। আগামী বুধবার পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের। শুক্রবার হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামী বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে। উল্লেখ্য, এর আগে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল ২১ জুন, অর্থাৎ আজ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার জন্য। এবার সেই মেয়াদ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট।
উল্লেখ্য, বাংলায় সাত দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটেছে। কিন্তু ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমালের অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এসবের মধ্যে এবার রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা আরও বাড়াল আদালত। মামলাকারীদের পক্ষের আইনজীবীর যুক্তি, রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও অশান্তির আবহ রয়েছে এবং বহু মানুষ এখনও ঘরছাড়া বলে দাবি মামলাকারীদের আইনজীবীর। তাঁদের তরফে আদালতে আর্জি জানানো হয়, যাতে এই অভিযোগগুলির তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হয়। তাদের বক্তব্য, অনেকের প্রাণের প্রশ্ন রয়েছে, সেই কারণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমাও বাড়ানোর জন্য আর্জি জানান মামলাকারী পক্ষ।
বিচারপতি হরিশ ট্যান্ডন এদিন বলেন, বাস্তব চিত্রটি কী, সেটা জানতে চায় আদালত। তিনি বলেন, ‘অ্যাকচুয়াল সিনারিও কী, তা আমরা জানতে চাই।’ সে কথা শুনে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘অভিযোগ সত্যি কি না, তা দেখা উচিৎ। ডিজির অফিসে ৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ৮৫৯ ইমেল এসেছে। এর মধ্যে ২০৪ কেস কগনিজেবল। এগুলি প্রকৃত ঘটনা। বাকি ১৭৯টি কেস নন কগনিজেবল। ১৭৯ টি কেসে কোন অভিযোগ প্রকাশ পায়নি। ২০৯ মিথ্যে অভিযোগ। ৪৫ পারিবারিক ঝামেলা। হিসেব অনুযায়ী প্রতিদিন গড়ে ২০ টি অভিযোগ বিভিন্ন রাজ্য জুড়ে হয়েছে। রাজ্য সেটা নিয়ন্ত্রণ করতে পারবে। রাজ্য মনে করছে না আরও বেশি সময় ধরে কেন্দ্রীয় বাহিনী থাকার দরকার আছে।’