Sheikh Shahjahan: সামনে রাখা হচ্ছে কল লিস্ট, তিনদিক থেকে চাপ দিচ্ছে CBI, এবার কি মুখ খুলবেন শাহজাহান?
Sheikh Shahjahan: গত ৫ জানুয়ারির শাহজাহানের দুটি মোবাইলের কল লিস্ট ও ইডি অফিসারদের বয়ান সামনে নিয়ে জেরা করছেন তদন্তকারীরা। ৩০ মিনিটে ২৮ বার ফোন করা হয়েছিল, সেই রেকর্ডও তাঁর সামনে রাখা হচ্ছে। তাঁর সম্পত্তি, ব্যবসার খুঁটিনাটিও তদন্তকারীরা হাতে রেখে জেরা করছেন।
কলকাতা: সিবিআই হেফাজতে থেকে নাকি ‘বাঘ’ হয়েছে ‘বিড়াল’। দাপুটে হাবভাবও নাকি কমেছে খানিকটা। তবে তিনি এখনও ‘স্পিকটি নট’। কী করে ইডি-র ওপর হামলা হল, কারা হামলা চালল, তা নাকি জানাই নেই শেখ শাহাজানের। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই হেফাজতে পেয়েছে শেখ শাহজাহানকে। ইতিমধ্যেই নিজাম প্যালেসে দু রাত কাটিয়ে ফেলেছেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা। কিন্তু মুখ না খুললে কীভাবে চলবে? তাই এবার ত্রিফলা চাপ দিতে প্রস্তুত সিবিআই। একদিক থেকে নয়, তিন দিক থেকে চাপ দিলে যদি কথা বের করা যায়, সেই চেষ্টাই করছেন তদন্তকারীরা।
প্রথমত, তদন্তভার নিয়েই বৃহস্পতিবার সন্ধ্যায় সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শাহজাহানের বাড়িতে পরিদর্শনে যাচ্ছে সিবিআই। রেইকি করতে যাচ্ছে তারা। সেই বিষয়টা জানানো হয়েছে শাহজাহানকে। আবার ওই এলাকায় তল্লাশিতে যাওয়া হবে, বলেও জানানো হয়েছে শাহজানকে। তাঁর বাড়ির কাছেও গিয়েছিল সিবিআই।
দ্বিতীয়ত, তথ্যপ্রমাণ নিয়ে জেরা করতে চাইছে সিবিআই। সূত্রের খবর, শাহজাহানকে জেরায় মুখ খোলাতে কৌশলি পদক্ষেপ করা হয়েছে সিবিআই-এর তরফে। গত ৫ জানুয়ারির শাহজাহানের দুটি মোবাইলের কল লিস্ট ও ইডি অফিসারদের বয়ান সামনে নিয়ে জেরা করছেন তদন্তকারীরা। ৩০ মিনিটে ২৮ বার ফোন করা হয়েছিল, সেই রেকর্ডও তাঁর সামনে রাখা হচ্ছে। তাঁর সম্পত্তি, ব্যবসার খুঁটিনাটিও তদন্তকারীরা হাতে রেখে জেরা করছেন।
তৃতীয়ত, আবার যাতে শাহজাহানকে হেফাজতে নেওয়া যায়, সেই আবেদনের প্রস্তুতিও নিচ্ছে সিবিআই। আগামিকাল, শনিবার শাহজাহানকে বসিরহাট আদালতে পেশ করা হবে। ইডি-র উপর হামলার মামলায় তাঁকে ফের হেফাজতে চাইবে সিবিআই।